Panchayat Election 2023: ভোটে দিতে গিয়ে আর ফেরা হল না, হেমতাবাদে পাটক্ষেতে মিলল তৃণমূল কর্মীর দেহ
TMC Worker Death: পরিবারের দাবি, আজ দুপুরে ভোট দিতে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। তারপরই বিকেলের দিকে এলাকার এক পাটক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ করা হচ্ছে, গলায় পাটের ফাঁস লাগিয়ে ওই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে।
উত্তর দিনাজপুর: থামছে না মৃত্যু মিছিল। এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সেখানে গিয়াশিল এলাকায় পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির নাম নারায়ণ সরকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে তৃণমূল শিবির থেকে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি তাদের দলের কর্মী। মৃতের পরিবারও জানাচ্ছে, ওই ব্যক্তি তৃণমূল করতেন। পরিবারের দাবি, আজ দুপুরে ভোট দিতে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। তারপরই বিকেলের দিকে এলাকার এক পাটক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ করা হচ্ছে, গলায় পাটের ফাঁস লাগিয়ে ওই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে।
তৃণমূলের হেমতাবাদ ব্লক কমিটির সহসভাপতি মুজিবর রহমান জানাচ্ছেন, মৃত ওই ব্যক্তি ২০১৩ সালে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন তৃণমূলের টিকিটে। এইবছরের ভোটে নারায়ণ সরকারের ছেলে গিয়াসিল বুথে শাসক দলের পোলিং এজেন্ট হিসেবে বসেছেন। আজ সকালে নারায়ণবাবু তাঁর ভোটার লিস্টের সিরিয়াল নম্বর নেওয়ার জন্য এসেছিলেন। সেই সময়েই একদল দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে খুন করেছে বলে অভিযোগ তৃণমূল নেতার। দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত বলে দাবি তাঁর। এই মৃত্যুর জন্য বিজেপিকেই দায়ী করছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের ব্লক নেতৃত্ব।
নারায়ণ সরকারের এক আত্মীয় বলছেন, আজ সকালে নারায়ণবাবু ভোটের স্লিপ আনতে গিয়েছিলেন। তখনও ভোট শুরু হয়নি। সেই সময় থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই তৃণমূল কর্মীর। পরে দুপুরে পাটক্ষেত থেকে তাঁর দেহ খুঁজে পাওয়া যায়। বুথ থেকে প্রায় আড়াই-তিন কিলোমিটার দূরে একটি পাটক্ষেতে পড়ে ছিল তাঁর দেহ।