Viswa Bharti: ফের অচলাবস্থা! ৭ ছাত্রের সাসপেনশন তোলার দাবিতে ২৪ ঘণ্টার বনধ বিশ্বভারতীতে
এদিন বিভিন্ন ভবনে পঠন-পাঠন যেমন বন্ধ হয়ে যায়, তেমনই ইন্টারনাল পরীক্ষাও স্থগিত হয়ে যায়।
শান্তিনিকেতন: ফের অচলাবস্থা বিশ্বভারতীতে! সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার বনধে সামিল হল বিশ্বভারতীর বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। মূলত সাসপেন্ডেড ছাত্রদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই এদিন বনধ সামিল হয় বিশ্বভারতীর পড়ুয়ারা। উপাচার্যের পদত্যাগেরও দাবি তোলেন তাঁরা। ফলে এদিন বিভিন্ন ভবনে পঠন-পাঠন যেমন বন্ধ হয়ে যায়, তেমনই ইন্টারনাল পরীক্ষাও স্থগিত হয়ে যায়।
বিশ্বভারতী সূত্রে খবর, বিশ্বভারতীর বিক্ষুব্ধ পড়ুয়ারা এদিনের ২৪ ঘণ্টার বনধ সফল করতে সকাল থেকেই মরিয়া ছিল। তারা বিভিন্ন ভবনে গিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস না করার আবেদন জানায়। তাদের আন্দোলন-বিক্ষোভের জেরে বিশ্বভারতীর সমস্ত ভবন বন্ধ না হলেও বেশ কিছু ভবনে পঠন-পাঠন বন্ধ হয়ে যায়। অনেক বিভাগে ইন্টারনাল পরীক্ষা ছিল। অনেক ছাত্র-ছাত্রী সেই পরীক্ষা দিতে পারেনি। ভবনে প্রবেশ করতেই পারেনি তারা।
বিশ্বভারতীর বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে নিঃস্বার্থভাবে সাসপেন্ডেড ছাত্রদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। অন্যায়ভাবে অধ্যাপকদের শোকজ, সাসপেন্ড করা হচ্ছে, তা বন্ধ করতে হবে। পাশাপাশি বিশ্বভারতীজুড়ে উপাচার্যের স্বৈরাচারী শাসন চলছে অভিযোগ তুলে তা বন্ধ করতে সকলকে একজোট হওয়ারও দাবি জানায়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগেরও দাবি তোলে তারা।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতীতে অচলাবস্থা চলছে। নানান দাবিতে আন্দোলন চালাচ্ছে ছাত্র-ছাত্রীদের একাংশ। সম্প্রতি এই বিক্ষোভের জন্য ৭ ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। এরপরে আন্দোলন আরও তীব্রতর হয়। ৭ ছাত্রের সাসপেনশন তোলার দাবিতে সরব হয় বিশ্বভারতীর আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা।