বিজেপি প্রার্থীর প্রচারে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

যদিও, গেরুয়া শিবিরের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, এই ঘটনায় তৃণমূলের কোনও কর্মী যুক্ত ছিল না।

বিজেপি প্রার্থীর প্রচারে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 10:00 PM

উত্তর ২৪ পরগনা: ভোটের প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হাড়োয়ার বিজেপি (BJP) প্রার্থী রাজেন্দ্র সাহা। তাঁর নির্বাচনী প্রচার চলাকালীন কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। তৃণমূলের (TMC) তরফে এই কালো পতাকা দেখানো হয়েছে এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের।

পদ্ম শিবিরের অভিযোগ, বৃহস্পতিবার, সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে শাসন থেকে সর্দার হাটি পর্যন্ত রোড শো করেন রাজেন্দ্র। আচমকাই, রোড শো-এর মাঝে তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল (TMC) কর্মীরা এমনটাই অভিযোগ। এমনকী খুলে নেওয়া হয় বিজেপির (BJP) দলীয় পতাকাও। প্রচারে যাতে কোনওভাবে উত্তেজনা না তৈরি হয়, সেইজন্য মোতায়েন থাকে বিশাল পুলিশবাহিনী। বাধ্য হয়েই কার্যত পুলিশ প্রহরায় প্রচার সারেন রাজেন্দ্র।

যদিও, গেরুয়া শিবিরের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, এই ঘটনায় তৃণমূলের কোনও কর্মী যুক্ত ছিল না। প্রচারে, তৃণমূল কর্মীরা নয়, সাধারণ মানুষই কালো পতাকা দেখিয়েছে বিজেপি প্রার্থী রাজেন্দ্র প্রসাদকে।

আরও পড়ুন: বয়ালে মেজাজ হারিয়ে সাংবাদিককে মারতে গেলেন মমতা