বিজেপি বুথকর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার বস্তা ভর্তি বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপির এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, দেবীনগর গোয়ালপাড়ায় তৃণমূলের সমর্থক বেশি। তাই বিজেপি পরিকল্পিতভভাবে বোমা রেখে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই সন্ত্রাস ছড়িয়ে ভোট দখল করতে চাইছে।

বিজেপি বুথকর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার বস্তা ভর্তি বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে
উদ্ধার হওয়া বোমা, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 2:33 PM

উত্তর দিনাজপুর: রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021 Phase 6)। তার আগে বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত রায়গঞ্জ। বুধবার সকালে, রায়গঞ্জ দেবীনগরের গোয়ালপাড়ায়  বিজেপি (BJP) বুথ কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল বস্তা ভর্তি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয় বিজেপি (BJP) বুথ কর্মী বিকাশ সরকার ও তাঁর স্ত্রী মল্লিকা সরকারের অভিযোগ, বুধবার সকালে ময়লা ফেলতে গিয়ে বাড়ির সামনের ঝোপে একটি বস্তা দেখতে পান।দেখে সন্দেহ হওয়ায় একটি কাঠি দিয়েই বস্তার মুখ খুলতেই ভেতরে তাজা বোমা দেখতে পান মল্লিকা দেবী। সঙ্গে সঙ্গে নিজের স্বামীকে খবর দেন মল্লিকা দেবী। বোমা উদ্ধারের খবর শুনে ছুটে আসেন স্থানীয়রাও। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। বোমাসুদ্ধ বস্তাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গেরুয়া শিবিরের অভিযোগ, সন্ত্রাস ছড়াতে ও ভয় দেখাতে বিকাশবাবুর বাড়ির সামনে বোমা রেখে গিয়েছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা।

বিজেপির এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, দেবীনগর গোয়ালপাড়ায় তৃণমূলের সমর্থক বেশি। তাই বিজেপি পরিকল্পিতভভাবে বোমা রেখে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই সন্ত্রাস ছড়িয়ে ভোট দখল করতে চাইছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই, ইটাহারে বোমা-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। মারুতি ভ্যানে করে বোমা পাচার হচ্ছিল বলে অভিযোগ। সেই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেও অনেকদূর রাজনৈতিক জল গড়িয়েছিল।

আরও পড়ুন: মারুতি গাড়িতে পাচার হচ্ছিল বোমা, গ্রেফতার ২ দুষ্কৃতী, বাজেয়াপ্ত গাড়ি, ঘাস-পদ্ম সংঘর্ষে উত্তপ্ত ইটাহার