নাকা চেকিং চলাকালীন উদ্ধার মোটরবাইক, কার্তুজ, দেশি বন্দুক

বাঁকুড়া সড়কের চিনিপিনা গেটটি বাঁকুড়া ও পুরুলিয়ার সংযোগস্থল। নানা অপরাধমূলকল কাজের আঁতুড়ঘরও। প্রায়শই তাই চলে নাকা চেকিং। শনিবার রাতে, ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের।

নাকা চেকিং চলাকালীন উদ্ধার মোটরবাইক, কার্তুজ, দেশি বন্দুক
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Feb 07, 2021 | 8:53 PM

পুরুলিয়া: অবৈধ মোটরবাইক, আগ্নেয়াস্ত্র, কাতুর্জ-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। শনিবার রাতে, বাঁকুড়া সড়কের চিনপিনা গেটের কাছে নাকা চেকিংয়ের (Naka Checking) সময়ে ওই দুষ্কৃতীকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাঁকুড়া সড়কের চিনিপিনা গেটটি বাঁকুড়া ও পুরুলিয়ার সংযোগস্থল। নানা অপরাধমূলকল কাজের আঁতুড়ঘরও। প্রায়শই তাই চলে নাকা চেকিং (Naka Checking)। শনিবার রাতে, ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। ঘটনাস্থলেই তার মোটরবাইকটি আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জানা গিয়েছে, মনোজ সরকার নামের ওই ব্যক্তির মোটরবাইকটির কোনও আইনি নথি নেই। অবৈধ বাইকটির পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তখনই তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: গাড়িতে বিহারের নম্বর দেখে সন্দেহ পুলিশের, তল্লাশিতেই মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

রবিবার সকালে ধৃত মনোজ সরকারকে রঘুনাথপুর আদালতে তোলা হলে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মনোজ কোনও দলের সঙ্গে যুক্ত কি না বা এই চোরাই কারবারে আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে রঘুনাথপুর থানা।