Rampurhat: আগ্নেয়াস্ত্র ও জাল নোট সহ গ্রেফতার যুবক
Rampurhat:পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মিহির নরসিন্ধু। তাঁর বাড়ি বীরভূমের মুরারোই থানার ডুরিয়া গ্রামে। মঙ্গলবার রাত্রিবেলা ঝাড়খন্ড সীমান্ত মুরারই থানার গোপালপুর গ্রামের কাছে নাকা চেকিং চলছিল। সেই সময় পুলিশ দেখতে পায় ওই দুষ্কৃতীকে। তাঁকে ধরতে যেতেই সে পালিয়ে যায়। তবে কোনও ভাবে মুরারই পুলিশ আটক করে তাঁকে।
রামপুরহাট: ভোটের আগে উদ্ধার জাল নোট। শুধু তাই নয় উদ্ধার গুলি ভর্তি আগ্নেয়াস্ত্রও। আর সেই সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ড -বাংলা সীমানার বীরভূমের মুরারোই থানার গোপালপুর গ্রামে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মিহির নরসিন্ধু। তাঁর বাড়ি বীরভূমের মুরারোই থানার ডুরিয়া গ্রামে। মঙ্গলবার রাত্রিবেলা ঝাড়খন্ড সীমান্ত মুরারই থানার গোপালপুর গ্রামের কাছে নাকা চেকিং চলছিল। সেই সময় পুলিশ দেখতে পায় ওই দুষ্কৃতীকে। তাঁকে ধরতে যেতেই সে পালিয়ে যায়। তবে কোনও ভাবে মুরারই পুলিশ আটক করে তাঁকে।
এরপর অভিযুক্তকে তল্লাশি চালাতেই গুলি ভর্তি একটি দেশি পিস্তল ও সাড়ে সাত হাজার জাল টাকা উদ্ধার করে। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তাকে দশ দিনের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে এই আগ্নেয়াস্ত্র ও জাল টাকা কোথায় নিয়ে যাচ্ছিল বা কোনও পাচার হয়েছে কি না।