Missile Attack On Ukraine: হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে আছড়ে পড়ল মিসাইল, প্রাণ গেল ৪১ জনের
Missile Attack On Ukraine: সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, "পোলটাভাতে রাশিয়ার হামলার প্রাথমিক রিপোর্ট পেয়েছি। জানতে পেরেছি, দুটো মিসাইল হামলা হয়েছে ওই এলাকায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান ও তার নিকটবর্তী একটি হাসপাতালে হামলা হয়েছে।" এই মিসাইল হামলায় ৪১ জনের মৃত্যুর পাশাপাশি ১৮০ জনের বেশি আহত হয়েছেন।
কিয়েভ: প্রায় আড়াই বছর ধরে চলছে লড়াই। বিশ্বের বিভিন্ন দেশ শান্তির বার্তা দিয়েছে। কিন্তু, লড়াই থামছে না। আর দুই দেশের সেই লড়াইয়ে এবার প্রাণ হারালেন ৪১ জন সাধারণ নাগরিক। ইউক্রেনের পোলটাভাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের রাশিয়ার দুটি ব্যালিস্টিক মিসাইল হামলায় ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮০ জনের বেশি।
এদিন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে আছড়ে পড়ে মিসাইল দুটি। শিক্ষা প্রতিষ্ঠানের একাংশ ভেঙে পড়ে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মিসাইল হামলার অ্যালার্ম ও আছড়ে পড়ার মধ্যে এত কম সময়ের ব্যবধান ছিল যে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেজন্যই প্রাণহানির সংখ্যা এত বেশি।
সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, “পোলটাভাতে রাশিয়ার হামলার প্রাথমিক রিপোর্ট পেয়েছি। জানতে পেরেছি, দুটো মিসাইল হামলা হয়েছে ওই এলাকায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান ও তার নিকটবর্তী একটি হাসপাতালে হামলা হয়েছে।” এই মিসাইল হামলায় ৪১ জনের মৃত্যুর পাশাপাশি ১৮০ জনের বেশি আহত হয়েছেন। হামলার পরই উদ্ধারকাজ শুরু হয়। অনেককেই উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের আশঙ্কা, ধ্বংসস্তূপের তলায় আরও অনেকে আটকে রয়েছেন। রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মিসাইল হামলার পরই সাধারণ মানুষও উদ্ধারকাজে হাত লাগান। এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।
রাশিয়াকে হুঁশিয়ারিও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, “এই হামলার মূল্য দিতে হবে রাশিয়াকে।” রাশিয়ার এই হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে মন্তব্য করেন তিনি। এই সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে বিশ্বের কাছে আবেদন করেছেন জেলেনস্কি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)