Minority teachers resign: হাসিনার বিদায়ের পর বাংলাদেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ৪৯ সংখ্যালঘু শিক্ষক
Minority teachers resign: জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সংঘর্ষে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই তিনি বাংলাদেশ ছাড়েন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে একাধিক মিডিয়ার খবর।
ঢাকা: প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সেদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে অভিযোগ। হিন্দু-সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি, দোকানে হামলা চালানো হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানিয়েছে বিভিন্ন সংগঠন। এই অবস্থায় আরও একটি তথ্য সামনে এল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে এক ছাত্র সংগঠন জানিয়েছে, হাসিনার বিদায়ের পর ৪৯ জন সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সংঘর্ষে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই তিনি বাংলাদেশ ছাড়েন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে বলে একাধিক মিডিয়ার খবর। সেই আবহেই ৪৯ জন সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অনেকের উপর হামলাও হয়েছে।
৪৯ জনের মধ্যে পরে ১৯ জনকে ফের নিয়োগ করা হয়েছে। ঐক্য পরিষদের সমন্বয়ক সজীব সরকারকে উদ্ধৃত করে একথা জানিয়েছে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার। সজীব সরকার আরও বলেন, হাসিনার বিদায়ের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন। মহিলারাও হামলার হাত থেকে রক্ষা পায়নি।
পদত্যাগ করেছেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল ও কলেজের প্রিন্সিপাল গীতাঞ্জলি বড়ুয়া। ডেইলি স্টারকে তিনি বলেন, গত ১৮ অগস্ট ৫০ জন ছাত্র প্রিন্সিপাল অফিসে ঢুকে পড়ে। ওই ছাত্ররা তাঁর ও আরও ২ শিক্ষকের পদত্যাগের দাবি জানান। গীতাঞ্জলি বড়ুয়া বলেন, “১৮ অগস্টের আগে ওই ছাত্ররা কখনও আমার পদত্যাগ দাবি করেনি। কিন্তু, ওইদিন তারা আমার অফিসে আসে এবং আমাকে অপদস্থ করে।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ইন্ডিয়া টুডেকে জানান, পদত্যাগ করতে তাঁকে বাধ্য করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কাউন্সিল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংগঠনের তথ্য বলছে, হাসিনার বিদায়ের পর সেদেশের ৫২টি জেলায় সংখ্যালঘুদের উপর ২০৫টি হামলার ঘটনা ঘটেছে।
সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আক্রমণ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বাংলাদেশে শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। পূর্ববর্তী সরকারের মন্ত্রী, অফিসাররা খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। তাঁদের জেলে ঢোকানো হচ্ছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)