AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taliban Attacks Pakistan: পাকিস্তানের দিকে এগোচ্ছে তালিবান, ডুরান্ড লাইনে একের পর এক চেকপোস্ট দখল! দেশটাই কেড়ে নেবে?

Afghanistan-Pakistan: আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডুরান্ড লাইনে কুনার, হেলমান্দ প্রদেশ সহ একাধিক পাকিস্তানি সেনা পোস্ট দখল করে নিয়েছে তালিবান। টোলো নিউজের সূত্রে খবর, বাহরামচা জেলার শাকজি, বিবি জানি, সালেহান অঞ্চলে দুই দেশের সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

Taliban Attacks Pakistan: পাকিস্তানের দিকে এগোচ্ছে তালিবান, ডুরান্ড লাইনে একের পর এক চেকপোস্ট দখল! দেশটাই কেড়ে নেবে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 12, 2025 | 7:20 AM
Share

কাবুল: পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বাড়ছে দ্বন্দ্ব। সীমান্তে চড়ছে উত্তেজনা। পাকিস্তানের হামলার পর এবার অ্যাকশন আফগানিস্তানের। ডুরান্ড লাইনে একাধিক পাকিস্তানি সেনা পোস্ট দখল করে নিল তালিবান বাহিনী। দুুই পক্ষের সংঘর্ষে ১২ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলেই খবর।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডুরান্ড লাইনে কুনার, হেলমান্দ প্রদেশ সহ একাধিক পাকিস্তানি সেনা পোস্ট দখল করে নিয়েছে তালিবান। টোলো নিউজের সূত্রে খবর, বাহরামচা জেলার শাকজি, বিবি জানি, সালেহান অঞ্চলে দুই দেশের সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কমপক্ষে ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে। আহত আরও দুইজন।

দিন কয়েক আগেই কাবুলে এয়ারস্ট্রাইক চালায় পাকিস্তান। ঠিক যেদিন তালিবান বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছিলেন, সেইদিনই কাবুলে হামলা করে পাকিস্তান। যদিও আফগানিস্তানের এই হামলা নিয়ে পাকিস্তান মুখে কুলুপ এঁটেছে। তারা দায় স্বীকার করছে না, আবার অস্বীকারও করছে না।

গতকাল আফগানিস্তানের এই অভিযানের পর এখনও পাকিস্তান সেনা কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে রয়টার্স সূত্রে খবর, সীমান্তে কমপক্ষে ৫ জায়গায় দুই দেশের সেনার সংঘর্ষ হয়েছে। আফগান বিদেশ মন্ত্রকের দাবি, পাকিস্তানের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। হেলমন্দ ও কুনারের সেনা চেকপোস্ট সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তালিবান যোদ্ধারা পাক সেনার কাছ থেকে অস্ত্রশস্ত্র ও গাড়িও কেড়ে নিয়েছে বলেই খবর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাকতিয়া, খোস্ত, নানঘরকর প্রদেশেও সংঘর্ষ শুরু হয়েছে। সীমান্তবর্তী একের পর এক জেলা, প্রদেশে সংঘর্ষ হচ্ছে।

২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর এই প্রথম সীমান্তে এত বড় মাপের সংঘর্ষ হল পাকিস্তানের সঙ্গে। ইসলামাবাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মেলায়, মনে করা হচ্ছে সংঘর্ষের ক্ষয়ক্ষতি বেশ অনেকটাই। এবার পাল্টা প্রত্যাঘাত করে কি না পাকিস্তান, তা-ই দেখার।

লোকসভায় ধ্বনিভোটে পাশ জিরামজি বিল, প্রতিবাদে তৃণমূল
লোকসভায় ধ্বনিভোটে পাশ জিরামজি বিল, প্রতিবাদে তৃণমূল
ভারতের মুসলিমদের সাধুবাদ জানালেন শুভেন্দু, কেন?
ভারতের মুসলিমদের সাধুবাদ জানালেন শুভেন্দু, কেন?
ওত বড় ইন্ডাস্ট্রিতে কত লোক কাজ করেন?', চপ-শিল্পের ডিটেইলস দিলেন কুণাল
ওত বড় ইন্ডাস্ট্রিতে কত লোক কাজ করেন?', চপ-শিল্পের ডিটেইলস দিলেন কুণাল
‘ধুরন্ধর’ অপারেশন: পাঁচ দশকের গোপন লড়াই এবার পর্দায়
‘ধুরন্ধর’ অপারেশন: পাঁচ দশকের গোপন লড়াই এবার পর্দায়
এবার টার্গেট পাকিস্তান? পরমাণু ভাণ্ডার ঘিরে বাড়ছে উদ্বেগ
এবার টার্গেট পাকিস্তান? পরমাণু ভাণ্ডার ঘিরে বাড়ছে উদ্বেগ
ভারতে কেন অস্ত্র কারখানা সরিয়ে আনতে চাইছে ইজরায়েল?
ভারতে কেন অস্ত্র কারখানা সরিয়ে আনতে চাইছে ইজরায়েল?
খসড়া তালিকা বেরতেই মতুয়াগড়ে কাঁপুনি! ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ নাম
খসড়া তালিকা বেরতেই মতুয়াগড়ে কাঁপুনি! ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ নাম
'ক্ষমা চাইতে হবে...', বড় হুঁশিয়ারি অভিষেকের
'ক্ষমা চাইতে হবে...', বড় হুঁশিয়ারি অভিষেকের
কেন খুন হয়েছিলেন তৃণমূল কর্মী? ১৫ বছর পর CBI তদন্তে সত্য সামনে আসবে?
কেন খুন হয়েছিলেন তৃণমূল কর্মী? ১৫ বছর পর CBI তদন্তে সত্য সামনে আসবে?
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা মুখ্যমন্ত্রীর, তারপরেও দিলেন খোঁচা
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা মুখ্যমন্ত্রীর, তারপরেও দিলেন খোঁচা