Jack Ma: শিক্ষকতার চাকরি নিলেন জ্য়াক মা
Alibaba Founder Jack Ma: টোকিও বিশ্ববিদ্যালয় সোমবার জানিয়েছে, টোকিও কলেজে তাঁকে অতিথি অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ১ মে থেকেই তিনি এই পদে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে।
টোকিও: পুরনো পেশাতেই ফিরছেন আলিবাবা গ্রুপের (Alibaba Group) প্রতিষ্ঠাতা জ্যাক মা (Jack Ma)। একসময় ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি। সেখান থেকেই উদ্য়োগপতি হিসেবে উঠে আসা। তারপর আলিবাবা গ্রুপ প্রতিষ্ঠা হিসেবে বিশ্ব দরবারে নিজের নাম করে নেওয়া। এক সময় চিনের ধনীতম ব্যক্তি ছিলেন জ্যাক মা। পরে চিনের সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে গা ঢাকা দিতে হয় তাঁকে। এখন আবার শিক্ষকতার পথেই তিনি হাঁটবেন বলে শোনা যাচ্ছে।
টোকিও বিশ্ববিদ্যালয় সোমবার জানিয়েছে, টোকিও কলেজে তাঁকে অতিথি অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ১ মে থেকেই তিনি এই পদে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই শিক্ষকতার মেয়াদ শেষ হবে অক্টোবরের শেষে। তবে প্রতি বছর এই চুক্তি নতুন করে করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। এই টোকিও কলেজে, গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় এবং নিজের কাজের জায়গা নিয়েই পড়ুয়া ও গবেষকদের পাঠ দেবেন। তাঁর বক্তৃতার অন্যতম বিষয়গুলি হল ম্যানেজমেন্ট ও বিজনেস স্টার্ট-আপ। উল্লেখ্য, ২০১৯ সালে টোকিও কলেজ প্রতিষ্ঠা করা হয়। এখানে বিশ্বের একাধিক গবেষকরা আসেন। টোকিও বিশ্ববিদ্যালয় ও গবেষকদের মধ্যে একটি সংযোগ স্থাপনও করে এই প্রতিষ্ঠান।
এদিকে এক সময় ইংরেজি শিক্ষক ছিলেন জ্যাক মা। সেখান থেকেই এক উদ্য়োগপতি হয়ে ওঠেন। প্রতিষ্ঠা করেন আলিবাবা গ্রুপের। তবে মাঝে চিন প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। প্রায় ১ বছরের জন্য অন্তরালে চলে যান। তারপর গত মার্চ মাসেই চিনে ফেরেন তিনি। এদিকে চিনের প্রশাসনের সঙ্গে সংঘাতের পর বেশ কিছুটা সময় তিনি জাপানে ছিলেন বলে শোনা যায়। এবার জাপানেই অধ্যাপনা করবেন তিনি। পুরনো মহিমায় দেখা যাবে উদ্যোগপতিকে।