আক্রান্তের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই, একদিনেই ১৮ জনের মৃত্যুতে চিন্তায় হাসিনা সরকার
বিদেশী স্ট্রেনের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবারই ব্রিটেন (Britain) থেকে সিলেটে আসা ১৫২ জনকে কোয়ারান্টিনে (Quarantine) পাঠানো হয়েছে।
ঢাকা: স্বস্তিতে নেই প্রতিবেশী দেশও। ভারতের পাশাপাশি বাংলাদেশ(Bangladesh)-এও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ (COVID-19)। গত ২৪ ঘণ্টায় হাসিনার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৯৯ জন। তবে চিন্তা বাড়িয়েছে মৃত্যুর হার। একদিনেই সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ১৮ জনের। বিদেশী সংক্রমণের হাত থেকে বাঁচতেও ১৫২ জন যাত্রীকে কোয়ারান্টিনে (Quarantine) পাঠানো হয়েছে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন আক্রান্ত হয়েছেন। একদিনে ১৮ জনের মৃত্যু হওয়ায় দেশে এখনও অবধি ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলেও ১০ মার্চ থেকেই দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করছে। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৮৭ জন, যা চলতি বছরের সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা ছিল।
ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ মেলায় বিদেশ থেকে আগত যাত্রীদের কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবারই ব্রিটেন থেকে সিলেটে আসা ১৫২ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়। এর মধ্যে ১৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিন (Institutional Quarantine) এবং ৫ জনকে হোম কোয়ারান্টিনে (Home Quarantine) রয়েছেন।
দেশে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পরই প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনার হাতে করোনা টিকা (COVID-19 Vaccine) তুলে দেওয়া হয়েছিল। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেও ৭ ফেব্রুয়ারি থেখে গণটিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে বাংলাদেশে।