হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন নমো, একই সময়ে টিকা পাবে বাংলাদেশ! দাবি ‘উদ্বিগ্ন’ ঢাকার

"ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। সেরাম কর্তার মত একান্তই ব্যক্তিগত। সেটা কখনই ভারত সরকারের নীতি নয়।"

হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন নমো, একই সময়ে টিকা পাবে বাংলাদেশ! দাবি 'উদ্বিগ্ন' ঢাকার
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 6:26 PM

ঢাকা: সেরাম কর্তা আদর পুনাওয়ালা একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগে কোভিশিল্ড পাবে ভারত। তারপর অন্য দেশে রফতানি। কিন্তু ঢাকার দাবি একই সময়েই টিকা পাবে ভারত-বাংলাদেশ। সে দেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের সাফ কথা, ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে একই সময়ে টিকা পৌঁছবে বাংলাদেশেও (Bangladesh)।

ভারতে অনুমোদন পেয়েছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। সেরামের তৈরি কোভিশিল্ড সরবরাহ বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের সঙ্গে চুক্তি হয়েছিল তাদের। কিন্তু সংবাদ মাধ্যমে আদর পুনাওয়ালা জানিয়েছেন, এখন টিকা পাবে শুধু ভারত সরকার। তবে উল্টো সুর দুই দেশের প্রধানদের গলায়। বাংলাদেশের বিদেশমন্ত্রী মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। অন্য কোনও বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও এই প্রতিশ্রুতি ভাঙবে না বলেই মত তাঁর। তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। সেরাম কর্তার মত একান্তই ব্যক্তিগত। সেটা কখনই ভারত সরকারের নীতি নয়।”

মোমেন এ-ও জানান, দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ হাসিনা ও মোদীর মধ্যে আলাপচারিতার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে। তাই কোনও ভাবেই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। জানুয়ারির শেষেই বাংলাদেশে টিকা আসা নিয়েও আশাবাদী তিনি।

আরও পড়ুন: ৮২ বছরের পিঙ্কারকে দিয়ে ব্রিটেনে শুরু অক্সফোর্ড ভ্যাকসিনের টিকাকরণ

তবে অন্য কোনও জায়গা থেকে ভ্যাকসিন সংগ্রহের কাজ করছে কিনা বাংলাদেশ! এপ্রশ্নেও মোমেনের ভরসা ভারতই। তিনি বলেন, “ভারত যে নতুন টিকা তৈরি করেছে, তা শর্তসাপেক্ষে অনুমোদন পেয়েছে। সে বিষয় তারা খতিয়ে দেখছেন।”