Bangladesh: ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশিদের সাহায্য করতে মিশন প্রস্তুত রাখতে বলল ঢাকা

Bangladesh: পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে বাংলা‌দে‌শি‌দের সব ধর‌নের কনস্যুলার ও অন্যান্য ধরনের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Bangladesh: ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশিদের সাহায্য করতে মিশন প্রস্তুত রাখতে বলল ঢাকা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 8:14 PM

ঢাকা : ভারতের মতো ইউ‌ক্রেনে আটকে রয়েছেন বাংলাদেশের বহু মানুষ। আর তাঁদের সহযোগিতার জন্য তিনটি দেশে বাংলাদেশ মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ দিল সরকার। পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হ‌য়েছে, ইউক্রেন থেকে আসা বাংলাদেশিদের সব ধরনের সাহায্য কর‌তে হ‌বে। শুক্রবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মালদোভা, যে দেশ দিয়ে সুবিধা সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তাঁদের যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সেই বার্তাই দেওয়া হয়েছে। তার জন্যই প্রস্তুত রয়েছে মিশনগুলো।

পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে বাংলাদে‌শি‌দের সব ধর‌নের কনস্যুলার ও অন্যান্য ধরনের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা যাতে যোগাযোগ করতে পারেন, সে জন্য দূতাবাসের কর্মকর্তাদের নম্বরও দেওয়া হয়েছে।

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। দেওয়া হয়েছে, ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামানের মোবাইল নম্বর, ৪৩৬৮৮ ৬০৩৪৪৪৯২। এসিও জুবায়দুল এইচ চৌধুরী, মোবাইল নম্বর: +৪৩৬৮৮ ৬০৬০৩০৬৮, রোমানিয়া এবং মালদোভার জন্য রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। দেওয়া হয়েছে মীর মেহেদী হাসানের মোবাইল নম্বর, +৪০৭৪২৫৫৩৮০৯, (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ)+৪০৭৪২৫৫৩৮০৯।

পোল্যান্ডের জন্যে যোগাযোগ করতে হবে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে, দেওয়া হয়েছে মো. মাসুদুর রহমানের মোবাইল নম্বর, +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২। মো. মাহবুবুর রহমানের মোবাইল নম্বর: +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩। এমএসটি ফারহানা ইয়াসমিনের মোবাইল নম্বর: +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১, বিল্লাল হোসেনের মোবাইল নম্বর: +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫ ও মো. রব্বানীর মোবাইল নম্বর: +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: শেষমেশ ভারতের শরণাপন্ন ইউক্রেন! মোদীর সঙ্গে কথা জ়েলেনস্কির