Bangladesh Fire: বাংলাদেশে আগুন নেভাতে নামানো হল সেনা, হাসপাতালে ভর্তি ২৩ দমকলকর্মী
Bangladesh Fire: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর। তবে ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল।
বাংলাদেশ: রমজান মাসে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন দমকলকর্মীরা। রাজধানীর সুপার মার্কেটে আগুন লেগে যায় শনিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। মোট ১৫ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন প্রথমেই। তাঁদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা হয়। পরে ভর্তি হন আরও আটজন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হন বলে সূত্রের খবর। অক্সিজেন দিতে হচ্ছে তাঁদের। শনিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ আগুন লাগে বহুতল এই মার্কেটে। সেনাবাহিনী, নৌবাহিনীও আগুন নেভানোর কাজ করছে।
সুপার মার্কেটের সামনের মীরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেখানেই দাঁড়িয়ে আগুন নেভানোর কাজ করে দমকলের গাড়িগুলি। মিরপুর সড়কের মানিক মিয়া এভিনিউ এবং পলাশি মোড় থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হয়। ফলে যানজট তৈরি হয় নববর্ষের সকালে।
প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর। তবে ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল। মার্কেটের দোতলা ও তিন তলায় বেশিরভাগই পোশাকের দোকান রয়েছে বলে জানা গিয়েছে।
রমজান মাসে এভাবে সুপার মার্কেটে আগুন লেগে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বহু মানুষ। দোকানের লক্ষাধিক টাকার পণ্যের ক্ষতি হয়েছে। রীতিমতো মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কেউ কেউ ইদের বাজারে ঋণ নিয়ে জিনিস এনেছিলেন দোকানে। সে সবই পুড়ে ছাই। জাকারিয়া আহমেদ নামে এক ব্যবসায়ীর দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার জিনিস ছিল, ছিল নগদ পাঁচ লক্ষ টাকা ছিল। সে সব শেষ। জিনিস তোলার জন্য সাত থেকে আট লক্ষ টাকা ঋণও নিয়েছিলেন তিনি।
অন্যদিকে, স্বজনের খোঁজে অনেকেই হাজির হয়েছেন সুপার মার্কেট চত্বরে। আগুন লাগার খবর পেয়ে সকালেই ছুটে যান একই পরিবারের চার ভাই। তাঁদের মা উপস্থিত হয়েছেন সুপার মার্কেটে। সন্তানদের খুঁজে পাচ্ছেন না বলেই দাবি তাঁর।