Bangladesh Fire: আগুন খেল সব কিছু… নিঃস্ব মহিলার কাতর আর্তি, ‘আল্লাহ খাওয়াব কী’
Bangladesh Fire: কেউ মাটিতে শুয়ে পড়েছেন, মুখে শুধু আল্লাহের নামটুকুই সম্বল! আর এক মহিলা কান্নার দমকে কথাই বলতে পারছেন না।
ঢাকা : ইদের বাকি আর মাত্র ছয়-সাত দিন। বাংলাদেশ জুড়ে সাজো সাজো রব। ঘরে ফেরার ইদ, উপহারের ইদের জন্য সারা বছরের দিন গোনা। আর সেই ইদের ঠিক আগেই নববর্ষ যেন এক অভিশাপ নিয়ে এল বাংলাদেশের রাজধানী ঢাকায়। সাত সকালে পুড়ে ছাই হয়ে গেল লক্ষ লক্ষ টাকার ‘স্বপ্ন’। ভোর রাতেই ব্যবসায়ীদের কাছে আসে ফোন। যতক্ষণে তাঁরা পৌঁছলেন, ততক্ষণে তাঁদের চোখের সামনে পুড়তে শুরু করেছে সুপার মার্কেট। কষ্টের রোজগার এক নিমেষে পুড়ে ছাই! সুপার মার্কেট চত্বরে এখন শুধু হাহাকার আর কান্নার শব্দ।
কেউ মাটিতে শুয়ে পড়েছেন, মুখে শুধু আল্লাহের নামটুকুই সম্বল! আর এক মহিলা কান্নার দমকে কথাই বলতে পারছেন না। স্বামী নেই, নিজের শেষ সম্বল দিয়ে ছেলেকে দোকান করে দিয়েছিলেন। বাড়িতে আছে দুই ছোট ছোট নাতি। কীভাবে খাওয়াবেন তাঁদের?
ভোরে নমাজ পড়ে সবেমাত্র শুয়েছিলেন তিনি। হঠাৎ ঘুম থেকে ডাকেন পুত্রবধূ। আগুন লাগার কথা বিশ্বাসই করতে পারেননি ওই মহিলা। বাড়িতে টিভি চালানো হয়। সুপার মার্কেটে ততক্ষণে ছুটে গিয়েছেন তাঁর ছেলেরা। মহিলা বলেন, ‘কালকেই আমার পোলা দু লাখ টাকার মাল উঠিয়েছে।’ কত ক্ষতি হয়েছে? সে হিসেব করে উঠতে পারছেন না তিনি। শুধু বলছেন, ‘কিচ্ছু নেই, কিচ্ছু নেই।’
আর এক ব্যবসায়ী জানান, ফোন পেয়ে ছুটে এসেছিলেন সকালে। ততক্ষণে তাঁর দোকান পুড়ে ছাই। ইদের জন্য জিনিস রেখেছিলেন অনেক। প্রায় ১৫ লক্ষ টাকার জিনিস ছিল বলে জানিয়েছেন তিনি। মাথায় হাত পড়েছে ওই সব দোকানের কর্মীদেরও। ইদের বোনাস পাওয়ার কথা ছিল কোনও কোনও কর্মীর। কিন্তু যা ক্ষতি হয়েছে, তাতে সে আশা আর নেই। কোথায় ইফতার, কোথায় ইদের আনন্দ! এখন শুধুই ঘুরে দাঁড়ানোর লড়াই সুপার মার্কেটের ব্যবসায়ীদের।