Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian High Commissioner: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে মতুয়াদের সঙ্গে দেখা করলেন ভারতের হাই কমিশনার

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে গেলেন। বুধবার ৯ অগস্ট টুঙ্গিপাড়া সফরে গিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি উষ্ণ শ্রদ্ধা জানান।

Indian High Commissioner: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে মতুয়াদের সঙ্গে দেখা করলেন ভারতের হাই কমিশনার
মাল্যদান। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 6:07 AM

ঢাকা: বাংলাদেশে সফরে গিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে মাল্যদানের পর হাই কমিশনার গিয়েছিলেন ওড়াকান্দিতে। সেখানে গিয়ে তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন। সেখানকার মন্দিরেও যান তিনি।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে গেলেন। বুধবার ৯ অগস্ট টুঙ্গিপাড়া সফরে গিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি উষ্ণ শ্রদ্ধা জানান। একটি স্বাধীন, আধুনিক জাতি হিসেবে বাংলাদেশের ইতিহাস গঠন ও অগ্রগতিতে তাঁর চিরস্থায়ী পরম্পরা ও তাঁর ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সমাধি পরিদর্শনকালে, হাই কমিশনার ভার্মা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, “বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য ভারত ও বাংলাদেশ এবং তাদের জনগণের মধ্যে মৈত্রীর দৃঢ় বন্ধনকে নির্দেশনা দেবে ও অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুর ঐতিহ্যকে সম্মান জানাতে, এই দুই দেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের যৌথ আত্মত্যাগের কথাও স্মরণ করে যা তাদের বিশেষ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।”

এই সফরে হাই কমিশনার ওড়াকান্দিও পরিদর্শন করেন। সেখানে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রীধাম ওড়াকান্দিতে পবিত্র মন্দিরে প্রার্থনা করেন। তিনি জোর দিয়ে বলেন, “মানুষে-মানুষে যোগাযোগ ভারত-বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং তিনি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।”