Bangladesh Rail line: প্রবল গরমে বেঁকে গেলে রেললাইন! দেখুন ছবি

এই ঘটনার ২ দিন আগে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামুখী মালবাহী কন্টেনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরতলির দাড়িয়াপুর রেলগেট সংলগ্ন এলাকায় রেল লাইন বেঁকে যায়।

Bangladesh Rail line: প্রবল গরমে বেঁকে গেলে রেললাইন! দেখুন ছবি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 8:15 PM

ঢাকা: অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন। সম্প্রতি এ রকম ঘটনা ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় দড়িয়াপুরে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ঘটেছে এই ঘটনা। শনিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনা সামনে এসেছে। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে আপ লাইনে এই ঘটনা ঘটেছে। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যদিও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। স্টেশন মাস্টার বলেছেন, “সকাল পৌনে ১০টায় আপ লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে গিয়েছে। এর পর সাড়ে ১০টার দিকে খবর পাই তীব্র গরমে সেই লাইনটি ফের বেঁকে গেছে। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকলেও এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।”

এই রেল লাইন বেঁকে যাওয়ার ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশের পূর্বাঞ্চলীয় এলাকার বিশাল জনগোষ্ঠী। কারণ ঐ অঞ্চলে চলাচলের সবচেয়ে বড় মাধ্যমই হল রেলপথ। একই স্থানে দু দিনের ব্যবধানে রেল লাইন বেঁকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন।

rail line

বাংলাদেশে বেঁকে গিয়েছে রেললাইন।

এই ঘটনার ২ দিন আগে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামুখী মালবাহী কন্টেনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরতলির দাড়িয়াপুর রেলগেট সংলগ্ন এলাকায় রেল লাইন বেঁকে যায়। ঐ ঘটনায় ঢাকার সঙ্গে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম-সহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামকস্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেল লাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।