Moscow Attack: কনসার্ট হলে পরপর চলল গুলি-বোমা-গ্রেনেড, অন্তত ৬০ জনের নিথর দেহ উদ্ধার
Moscow Attack: ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে গোলাগুলি। অনেকেই প্রাণে বাঁচতে হামাগুড়ি দিয়ে হল থেকে বেরনোর চেষ্টা করেন। কেউ বেসমেন্টে চলে যান, কেউ আশ্রয় নেন ছাদে।
মস্কো: চলছিল কনসার্ট। বিনোদনের উদ্দেশে জড় হয়েছিলেন বহু মানুষ। হঠাৎ সেই গান তথা কনসার্টের শব্দকে ছাপিয়ে গিয়ে শোনা যায় গেল গুলির শব্দ। বুক কেঁপে উঠল উপস্থিত দর্শকদের। এরপরই রক্ত-বন্যা বইতে শুরু করল। কেউ লুকিয়ে পড়েন ঘটনাস্থলে, কেউ শুয়ে কাতরাতে থাকেন। রাশিয়ার রাজধানী শহর মস্কোতে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। শুধু গুলি নয়, এরপরই শোনা যায় বোমার শব্দ। গোটা থিয়েটারে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০। আহত শতাধিক।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ছদ্মবেশে প্রবেশ করেছিলেন আততায়ীরা। তারপরই গুলি, বোমা, গ্রেনেড চলতে থাকে মুহর্মুহ। প্রশাসন ও রাশিয়ার বিদেশ মন্ত্রক দাবি করেছে, এটা সন্ত্রাসবাদী হামলার ঘটনা।
রুশ রাজধানীর ক্রোকাস সিটি হলে ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ওই থিয়েটারে একসঙ্গে কয়েক হাজার মানুষের সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। ওই কনসার্ট হলও অত্যন্ত জনপ্রিয়। বহু আন্তর্জাতিক শিল্পী ওই হলে কনসার্টে অংশ নিয়েছেন। এদিন সেখানে রাশিয়ার রক ব্যান্ড পিকনিক-এর কনসার্ট চলছিল, তার মধ্যেই চলছিল এই হামলা।
ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে গোলাগুলি। অনেকেই প্রাণে বাঁচতে হামাগুড়ি দিয়ে হল থেকে বেরনোর চেষ্টা করেন। কেউ বেসমেন্টে চলে যান, কেউ আশ্রয় নেন ছাদে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুজন ব্যক্তি হেঁটে হলের দিকে এগিয়ে যাচ্ছেন, তার মধ্যে একজন মাটিতে লুকিয়ে পড়লেন। দর্শরা কীভাবে চেয়ারের পিছনে লুকিয়ে পড়েছেন, সেই দৃশ্যও চোখে পড়েছে।