Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jair Bolsenaro: ব্রাজিলে ডানপন্থীদের বিক্ষোভের মাঝেই আমেরিকার হাসপাতালে ভর্তি বোলসেনারো

Jair Bolsenaro: ব্রাজিলের গণতন্ত্রে ডানপন্থীদের হামলা। এর মাঝেই ফ্লোরিডার এক হাসাপাতালে ভর্তি হলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসেনারো।

Jair Bolsenaro: ব্রাজিলে ডানপন্থীদের বিক্ষোভের মাঝেই আমেরিকার হাসপাতালে ভর্তি বোলসেনারো
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 7:50 AM

ব্রাসিলিয়া: রবিবার আমেরিকার ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার ছায়া দেখা গিয়েছে ব্রাজিলে (Brazil)। রাজধানী ব্রাসিলিয়াতে প্রেসিডেন্ট প্যালেস থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, ন্যাশনাল কংগ্রেসে হামলা চালায় দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থকরা। যদিও এই অভিযোগে নাকচ করে দিয়েছেন বোলসেনারো। তবে এদিকে এই হামলার নিন্দা না করে শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে সুর চড়িয়েছেন তিনি। যে সময় ব্রাজিলের রাজধানী প্রতিবাদে উত্তাল সেই সময় তিনি আমেরিকায় ছিলেন। এবার খবর মিলেছে, ফ্লোরিডার এক হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সোমবার ও গ্লোবো নামের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পেটে ব্যথা নিয়ে ওরলান্ডোর এক হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ডানপন্থী এই নেতাকে। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন ছুরির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। লুলা প্রেসিডেন্ট পদে নিজের ক্ষমতা বুঝে নেওয়ার দু’দিন আগেই আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট।

এদিকে রাজধানীতে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করেছে সেখানকার সুপ্রিম কোর্ট। রাজধানীতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবারই ব্রাসিলিয়ার গভর্নরকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছে সেদেশের সুপ্রিম কোর্ট। ব্রাজিল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, লুলাকে প্রেসিডেন্ট পদে চ্যালেঞ্জ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসেনারো ও তাঁর সমর্থকরা। এই মর্মে সামরিক হস্তক্ষেপের দাবি জানিয়ে রবিবার প্রায় ৩ হাজারেরও বেশি ডানপন্থী সমর্থকরা প্রেসিডেন্ট প্যালেস, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে। এই একই ছবি দেখা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের পর। ক্যাপিটল হিলে ঢুকে পড়ে বিক্ষোভ দেখায় ট্রাম্পের সমর্থকরা। সেই ছবিই এবার ব্রাজিলে।