বয়স ১০১, দেশকে করোনা মুক্ত করতে প্রথম টিকাটা নিলেন এডিথ
টিকাকরণ শুরুর দিনকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান 'আশার দিন'-এর আখ্যা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, মহামারীর অবসানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চাবি হল প্রতিষেধক।
বার্লিন: একশো এক দিয়ে শুরু হল জার্মানিতে করোনা (COVID) টিকাকরণ। সেই ১০১ বয়সের মানুষটি হলেন এডিথ কৌইজালা। জার্মানিতে অনুমোদন পেয়েছে ফাইজ়ারের করোনা টিকা। সেই টিকাই প্রথম নিলেন এডিথ। এডিথ যে কেয়ার হোমের বাসিন্দা, সেখানকার আরও ১০ জন নিয়েছেন করোনা প্রতিষেধক। ডিসেম্বরের ২ তারিখ ফাইজ়ারের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছিল ব্রিটেন।
তারপর একে একে আমেরিকা, সৌদি আরব , সিঙ্গাপুরে অনুমোদন পেয়েছে ফাইজ়ার ও বায়োএনটেকের করোনা প্রতিষেধক। ইউরোপীয়ান মেডিসিনস এজেন্সি ফাইজ়ারকে সবুজ সঙ্কেত দিয়েছিল ২১ ডিসেম্বর। সেদিনই ইউরোপীয়ান কমিশন জানিয়েছিল, ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে টিককারণ।
শনিবার থেকেই জার্মানির বিভিন্ন জায়গায় পৌঁছতে শুরু করেছিল করোনা প্রতিষেধক। রবিবার তা চলে যায় প্রতিষেধক কেন্দ্রে। প্রথমে অশীতিপর ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে করোনা টিকা। টিকাকরণ শুরুর দিনকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান ‘আশার দিন’-এর আখ্যা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, মহামারীর অবসানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চাবি হল প্রতিষেধক।
আরও পড়ুন: মোদীর ‘মনের কথা’ শুনে থালা বাজালেন কৃষকরা
করোনা ঝড়ে প্রথম থেকেই বিধ্বস্ত হয়েছে জার্মানি। দ্বিতীয় ঢেউয়েও লাগাতার করোনা আক্রান্ত হয়েছেন জার্মানরা। এখনও রোজ সংক্রমিত হচ্ছেন হাজারো মানুষ। প্রতিষেধকের মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে তোলার আশা প্রত্যেক জার্মানিবাসীর। তবে বিশ্বের যেসব দেশে করোনা প্রতিষেধকের টিকাকরণ শুরু হয়েছে, সেখানে যে একলাফে সংক্রমণ নীচে নেমে গিয়েছে, এমনটা হয়নি। সবচেয়ে দ্রুত মানুষের কাছে টিকা পৌঁছে দিয়েছে আমেরিকা। সে দেশে মডার্না ও ফাইজ়ারের করোনা প্রতিষেধক পেয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ।