UN Resolution: রাষ্ট্রপুঞ্জে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবনার পক্ষে ভোট ভারতের, বিরোধিতা করল আমেরিকা

Israel-Hamas Conflict: মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-হামাসের যুদ্ধে বিরতি ঘোষণা ও নিশর্তে সমস্ত বন্দিদের দাবি নিয়ে একটি খসড়া প্রস্তাবনা পেশ করা হয়। ভারত সেই প্রস্তাবনার সপক্ষে ভোট দেয়। তবে আমেরিকা সহ ১০টি দেশ এই প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ২৩টি দেশ।   

UN Resolution: রাষ্ট্রপুঞ্জে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবনার পক্ষে ভোট ভারতের, বিরোধিতা করল আমেরিকা
রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির দাবিতে ভোট।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 8:05 AM

জেনেভা: দুই মাস কেটে গিয়েছে, এখনও যুদ্ধ জারি ইজরায়েল-হামাসের মধ্যে (Israel-Hamas War)। মাঝে এক সপ্তাহের যুদ্ধবিরতি হলেও, ফের শুরু হয়েছে দুই পক্ষের সংঘর্ষ। আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে যুদ্ধ। হামাসকে নিশ্চিহ্ন করার শপথ নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এদিকে যুদ্ধের ভয়াবহতা যত বাড়ছে, ততই উদ্বিগ্ন হয়ে উঠছে অন্যান্য দেশগুলি। এই পরিস্থিতিতে ফের একবার ইজরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। সেই প্রস্তাবনায় যুদ্ধবিরতির দাবির সপক্ষেই ভোট দিল ভারত (India)।

মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-হামাসের যুদ্ধে বিরতি ঘোষণা ও নিশর্তে সমস্ত বন্দিদের দাবি নিয়ে একটি খসড়া প্রস্তাবনা পেশ করা হয়।  আলজিরিয়া, বাহরিন, ইরাক, কুয়েত, ওমান, কাতার. সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি মিলিতভাবে এই প্রস্তাবনা পেশ করে। ভারত সেই প্রস্তাবনার সপক্ষে ভোট দেয়। তবে আমেরিকা সহ ১০টি দেশ এই প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ২৩টি দেশ।

জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জে পেশ করা খসড়া প্রস্তাবনায় হামাসের নাম উল্লেখ না থাকায় বিরোধিতার করে আমেরিকা। যুদ্ধের শুরু থেকেই ইজরায়েলের পাশে দাঁড়ানো আমেরিকার রাষ্ট্রদূত প্রস্তাবনায় সংশোধনের দাবি করেন। ভারতও এই সংশোধনীর প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

প্রসঙ্গত, এর আগে গত অক্টোবর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-হামাসের যুদ্ধে মানবিক বিরতির দাবিতে পেশ করা প্রস্তাবনায় ভোটদানে বিরত ছিল ভারত। সেই সময় ভারতের তরফেও গাজা স্ট্রিপে হামাসের নৃশংস হামলার নিন্দার দাবি করা হয়।