Russia-Ukraine War: অবিলম্বে ইউক্রেন ছাড়ুন, ভারতীয়দের নতুন করে বার্তা দূতাবাসের
Russia-Ukraine War: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন দ্রুত ছাড়ার নির্দেশ দেওয়া হল ভারতীয়দের। আগেও অনেক ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। এবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
ইউক্রেন : বেশ কয়েক মাস হয়ে গেল, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এখনও অব্যাহত। মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে। আগেও বহু ভারতীয় ইউক্রেন ছেড়ে চলে এসেছেন। এবার ফের সতর্ক করা হল ভারতীয়দের। ১৯ অক্টোবরের পর আবারও এই নির্দেশিকা প্রকাশ করা হল। আগের বিজ্ঞপ্তির পর অনেকেই ইউক্রেন ছেড়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
Advisory to Indian Nationals in Ukraine@MEAIndia @DDNewslive @DDNational @PIB_India @IndianDiplomacy @eoiromania @IndiainPoland @IndiaInHungary @IndiaInSlovakia pic.twitter.com/kFR3qJKlJR
— India in Ukraine (@IndiainUkraine) October 25, 2022
পরে দূতাবাসের তরফ বেশ কিছু ফোন নম্বর দেওয়া হয়েছে। ভারতীয়রা বিপদে পড়লে সেই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
অন্যদিকে, মঙ্গলবারই ইউক্রেনে এক ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন এক শিশু সহ ৬ জন। ইউক্রেনের দক্ষিণ দিকে রাশিয়ার দখলে থাকা মেলিটোপোল শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশ আধিকারিক আন্দ্রেই ঝিডকোভ জানিয়েছেন, একটি সংস্থার অফিসের বাইরে থাকা গাড়ি বোঝাই ছিল বিস্ফোরকে। বাড়িতে তৈরি সেই বিস্ফোরক বোঝাই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে রয়েছে এক ১২ বছরের নাবালক।
সম্প্রতি ইউক্রেন নিয়ে ভারতীয় পড়ুয়াদেরও নতুন করে পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ইউক্রেন ভ্রমণ নিয়েও সতর্ক করা হয়েছে। সে দেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে বলে উল্লেখ করে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, যাতে ভারতীয় পড়ুয়ারা দ্রুত ইউক্রেন ছাড়েন।
গত ১৯ অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চারটি অঞ্চলে সামরিক আইন জারি করার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে, সমস্ত ভারতীয় নাগরিককে ইউক্রেনে ছাড়ার পরামর্শ দেওয়া হল।