ISIS Attack: ‘বড় জমায়েতে হামলা চালানো হয়েছে…’, হত্যালীলার পর বার্তা দিল ISIS

ISIS Attack: মস্কোর বুকে 'ক্রোকাস সিটি হল' এমন একটি জায়গা যার মধ্যে শপিং মলও আছে আবার কনসার্ট হলও আছে। জানা যায়, তার অন্দরেই স্বয়ংক্রিয় অস্ত্র থেকে পরপর চালিয়ে দেওয়া হয় গুলি। গ্রেনেড ছোড়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায় গোটা বিল্ডিং-এ। এরপরই আততায়ীরা বেরিয়ে যায়।

ISIS Attack: 'বড় জমায়েতে হামলা চালানো হয়েছে...', হত্যালীলার পর বার্তা দিল ISIS
মস্কোতে ভয়াবহ হামলা Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 7:55 AM

মস্কো: রাশিয়ার ভয়াবহ হামলার ঘটনায় দায় স্বীকার করল আইএসআইএস। শুক্রবার রাতে রাশিয়ার কনসার্ট হলে ঢুকে যেভাবে বোমা ছুড়ে গুলি চালিয়ে হত্যালীলা চালানো হয়েছে, তা রাশিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘটনা। শনিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরপরই ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠনের তরফ থেকে দায় স্বীকার করা হয়েছে। টেলিগ্রাম অ্যাপে বার্তা দিয়ে দায় স্বীকার করেছে তারা।

সেই বার্তায় আইএস জানিয়েছে, বড় জমায়েতের ওপর হয়েছে হামলা। সেই সঙ্গে তারা এও জানিয়েছে যে তাদের সংগঠনের সদস্যরা নির্বিঘ্নে নিজেদের ঘাঁটিতে ফিরে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল লোক ছদ্মবেশে ঢুকে পড়েছিল কনসার্টে, তারপর অনুষ্ঠান চলাকালীনই পরপর গুলির শব্দ শোনা যায়।

শুরু থেকেই সন্ত্রাসবাদী হামলা বলেই সন্দেহ করেছিল প্রশাসন। আইএস বার্তা দেওয়ার পর সেই বিষয়টা নিশ্চিত করে রুশ প্রশাসন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্টকে নির্দিষ্ট সময় অন্তর সব আপডেট দেওয়া হয়েছে।

মস্কোর বুকে ‘ক্রোকাস সিটি হল’ এমন একটি জায়গা যার মধ্যে শপিং মলও আছে আবার কনসার্ট হলও আছে। জানা যায়, তার অন্দরেই স্বয়ংক্রিয় অস্ত্র থেকে পরপর চালিয়ে দেওয়া হয় গুলি। গ্রেনেড ছোড়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায় গোটা বিল্ডিং-এ। এরপরই আততায়ীরা বেরিয়ে যায়। পুলিশের অনুমান, একটি সাদা রেনল্ট গাড়িতে চেপে পালিয়ে যায় জঙ্গিরা।

রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, পিকনিক নামে একটি রক ব্যান্ড গান গাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সেই সময়েই হামলা চালানো হয়। অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনও লাভ হয়নি। ততক্ষণে লুটিয়ে পড়তে শুরু করেছেন অনেকেই।