ISKCON Protest Call: কথায় কাজ হচ্ছে না! এবার ইউনুসের বিরুদ্ধে বিশ্ব জুড়ে বড়সড় ‘অ্যাকশন’-এ নামছে ইসকন
ISKCON Protest Call: বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভায় আয়োজন করেছে ইসকন। ইসকনের প্রভাব যে বিশ্বজুড়ে কতটা তা বলাই বাহুল্য।
কলকাতা: শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর বার বার নেমে এসেছে ‘শক্তিশালী’দের আক্রমণের খাঁড়া। বাংলাদেশের হিন্দুদের উপর নির্মম অত্যাচারের ঘটনায় এবার বিশ্ব জুড়ে পথে নামল ইন্টারন্যাশানাল সোস্যাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইসকন।
বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভায় আয়োজন করেছে ইসকন। ইসকনের প্রভাব যে বিশ্বজুড়ে কতটা তা বলাই বাহুল্য। তাঁদের ভক্ত সংখ্যা নেহাতই কম নয়। সূত্রের খবর ১৫০ বেশি দেশে লক্ষ লক্ষ ইসকন ভক্ত যোগ দিতে চলেছেন এই প্রতিবাদ কর্মসূচিতে। সকল ভক্তদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ইসকন কতৃপক্ষের তরফ থেকেই।
বাদ নেই শহর কলকাতাও। রবিবার সকাল থেকেই ইসকন মন্দিরের সামনে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন ইসকনের ভক্তরা। ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখরিত ইসকন মন্দির চত্বর। বিকেল ৪টে থেকে অ্যালবার্ট রোড মিন্টু পার্কে ইসকন মন্দিরের সামনে, কীর্তন এবং প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলে খবত্র ইসকন সূত্রে।
কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এই বিষয়ে বলেন, “১৫০ দেশে ৮৫০টিরও বেশি মন্দির আছে ইসকনের। হাজার হাজার সেন্টার আছে, সেখানে কোটি কোটি ভক্ত আছেন। আমরা সকলে মিলে প্রার্থনা করব যাতে বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা সুরক্ষিত ও নিরাপদে থাকতে পারেন।”
প্রসঙ্গত, বাংলাদেশে গত সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। তাঁকে ওষুধ দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন দু’জন ভক্ত আদিনাথ ব্রহ্মচারী ও রঙ্গনাথ দাস। জেলে চিন্ময়কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আরেক সাধু শ্যাম দাসও। সূত্রের খবর কোনও অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে তাঁকে। বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর হামলার সঙ্গে সঙ্গেই সরকারের অন্যায়ভাবে আইনি পদক্ষেপের করার বিরুদ্ধেও পথে নামছে ইসকনের ভক্তরা।
অন্যদিকে বাংলাদেশের একাধিক জায়গার হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। ইসকন’কে নিষিদ্ধ করার দাবি নিয়ে পথে নামতেও দেখা গিয়েছে জামাত-ই-ইসলাম এবং বিএনপিকে।