Britain News: ১৮০ সন্তানের বাবা, মহিলাদের গর্ভবতী করাই পেশা, এখনও খুঁজছেন সত্যিকারের ভালবাসা
Father: মিরর ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, জো নামে ওই ব্যক্তির বয়স ৫২। তিনি বিখ্যাত একজন স্পার্ম ডোনার। জো কিন্তু ব্রিটেনে 'সিঙ্গেল জো' নামে পরিচিত। কারণ নিঃসন্তান দম্পতিদের সন্তান নিতে সাহায্য করেন তিনি।
ব্রিটেন: বুধবার চলে গিয়েছে ভ্যালেনটাইন্স ডে। যুগলরা চুটিয়ে আনন্দ করেছেন ভালবাসার এই দিনটিতে। কিন্তু সকলের ভাগ্যে কী আর সেই সুখ জোটে? এই ধরুন ব্রিটেনের এক ব্যক্তি, যিনি ১৮০ সন্তানের বাবা। তবে এরপরও একাকী জীবন কাটাচ্ছেন তিনি। খুঁজছেন প্রেমিকা।
মিরর ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, জো নামে ওই ব্যক্তির বয়স ৫২। তিনি বিখ্যাত একজন স্পার্ম ডোনার। জো কিন্তু ব্রিটেনে ‘সিঙ্গেল জো’ নামে পরিচিত। কারণ নিঃসন্তান দম্পতিদের সন্তান নিতে সাহায্য করেন তিনি। শুধু ব্রিটেনের নয়, আমেরিকা, আর্জেন্টিনা, ফিলিপিন, ইতালির মতো দেশের তাঁর শুক্রাণু বিক্রি হয়েছে। শুধু শুক্রানু বিক্রি নয়, এর পাশাপাশি তিনি অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের গর্ভবতী হতে সাহায্যও করেন।
গত ১৪ বছর ধরে এই স্পার্ম অনুদানের কাজ করছেন। এখন পর্যন্ত ২০০ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু তারপরও তিনি একা। জো-র মতে,এটি তাঁর পেশা। যে মহিলারা তাঁকে ভালবাসে না। শুধুমাত্র পেশার কারণেই তাঁকে সম্পর্ক স্থাপন করতে হয়। তবে তিনিও চান বিয়ে করতে। এক প্রেমিকা চান যে কি না যে কোনও পরিস্থিতিতে তাঁর পাশে এসে দাঁড়াবে।