Israel-Hamas War: ইজরায়েলের এয়ারস্ট্রাইকে গাজায় মৃত্যু একই পরিবারের ৭০ জনের
৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলে রকেট হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। সীমান্ত পেরিয়ে এসে অনেক ইজরায়েলবাসীকে বন্দিও বানিয়েছিল তাঁরা। এই ঘটনার পরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। গাজা স্ট্রিপের উত্তরাংশে শুরুতে হামলা চালালেও এখন গাজার দক্ষিণ ও মধ্য অংশের শহরেও এয়ারস্ট্রাইক চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স।
জেরুজালেম: হামাস জঙ্গিদের নিকেশ করত এখন গাজা স্ট্রিপে হামলা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েল সেনার এয়ারস্ট্রাইকে গাজার নিরীহ মানুষেরও মৃত্যু হয়েছে। ইজরায়েলের এয়ারস্ট্রাইকে গাজার একটি পরিবারের ৭০ জনেরও বেশি সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাষ্ট্রসঙ্ঘের এক প্রতিনিধিও রয়েছেন বলে জানা গিয়েছে। এই মৃত্যু নিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রসঙ্ঘের ডেভেলপমেন্ট প্রোগ্রামের তরফে জানানো হয়েছে। ইসাম আল-মুগরাবি নামের ৫৬ বছরের এক ব্যক্তি, তাঁর স্ত্রী, পাঁচ সন্তান এবং অনেক আত্মীয়ের মৃত্যু হয়েছে।
৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলে রকেট হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। সীমান্ত পেরিয়ে এসে অনেক ইজরায়েলবাসীকে বন্দিও বানিয়েছিল তাঁরা। এই ঘটনার পরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। গাজা স্ট্রিপের উত্তরাংশে শুরুতে হামলা চালালেও এখন গাজার দক্ষিণ ও মধ্য অংশের শহরেও এয়ারস্ট্রাইক চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। বার বার যুদ্ধবিরতির প্রসঙ্গ উত্থাপন হলে মধ্য প্রাচ্যের এই যুদ্ধে এখন বিরতি টানা সম্ভব হয়নি।
একই পরিবারের ৭০ জনেরও বেশির মৃত্যু নিয়ে ইউএনডিপি-র প্রধান আকিম স্টেইনার বলেছেন, “গাজায় আমার সহকর্মীর মৃত্যুতে আমি গভীর শোকাহত। এয়ারস্ট্রাইক তাঁর বর্ধিতা পরিবারের ৭০ জনের প্রাণ কেড়েছে। প্রায় ৩০ বছর ধরে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কাজ করছেন তিনি। প্রিয় পাত্র হিসাবে তিনি আমাদের স্মৃতিতে থাকবেন।” এর পাশাপাশি যুদ্ধবিরতির দাবিও তুলেছেন তিনি। জানা গিয়েছে, ইজরায়েলের এই হামলার জেরে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। হাজার হাজার নিরীহ মানুষকে যুদ্ধের বলি হতে হয়েছে।