Turkey: উৎসবের আবহে যুদ্ধ ছড়ালো উত্তর ইরাক, সিরিয়ায়; আকাশপথে হামলা তুর্কি বাহিনীর
Turkey conducts air strikes in northern Iraq-Syria: চলতি বছরে বিশ্ব দেখেছে ইজরায়েল-হামাস যুদ্ধের সূচনা। হাজার হাজার মানুষের মৃত্যু। বছর শেষে, সেই উত্তেজনা এই এলাকার অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হল। শনিবার (২৩ ডিসেম্বর), উত্তর ইরাক ও সিরিয়ায় আকাশ পথে হামলা চালাল তুর্কি বিমান বাহিনী।
আঙ্কারা: বিশ্ব জুড়ে আকাশে-বাতাসে ভাসছে ক্রিসমাস ও বছর শেষের ছুটির গন্ধ। কিন্তু এই উৎসবের আবহেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। ২০২২ থেকে শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই বছর পেরিয়ে সেই যুদ্ধ এখনও জারি রয়েছে। চলতি বছরে বিশ্ব দেখেছে ইজরায়েল-হামাস যুদ্ধের সূচনা। হাজার হাজার মানুষের মৃত্যু। বছর শেষে, সেই উত্তেজনা এই এলাকার অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হল। শনিবার (২৩ ডিসেম্বর), উত্তর ইরাক ও সিরিয়ায় আকাশ পথে হামলা চালাল তুর্কি বিমান বাহিনী। এর আগের দুই দিনে এই এলাকায় তুরস্কের ১২ জন সৈন্যের মৃত্যু হয়েছিল। এরপরই তুরস্কের চোখে নিষিদ্ধ গোষ্ঠী, ইরাক-সিরিয়া জুড়ে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র ২৯টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক।
Turkey is bombing the Syrian Kurdish region from the air.
They accuse innocent people of being terrorists and kill them.
It targets civilians and infrastructure. It destroys electricity and water infrastructure. This is a crime against humanity#NoflyZoneRojava #FreeKurdistan https://t.co/TWrwvKkTTr
— Dr. RainMaker (@lm_smm) December 24, 2023
তুর্কি বাহিনী জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ উত্তর ইরাক ও সিরিয়ায় এই অভিযান চালানো হয়। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিভিন্ন সেনাঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং তাদের দখলে থাকা তেল উত্তোলন কেন্দ্রগুলিতে হামলা করে তুর্কি সেনা। তবে, উত্তর ইরাক ও সিরিয়ার কোন কোন অঞ্চলে তারা আকাশপথে হামলা চালিয়েছে, তা স্পষ্টভাবে জানায়নি তুরস্ক। তবে এই সামরিক অভিযানে, অন্তত ১৬ জন কুর্দি জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রকের। ১৯৮৪ সালে প্রথমবার তুরস্কের বিরুদ্ধে হামলা চালয়েছিল, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। তারপর থেকে, তুরস্ক তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে চিহ্নিত করেছিল। তাদে বিরুদ্ধে অভিযান চালানর নামে, ইরাকে নিয়মিত আকাশপথে হামলা চালায় তুরস্ক।
In northern #Syria , #Turkey destroyed the oil refinery in Awda.
The day before, Ankara launched an air operation against Kurdish units. The air attack continued for several hours. pic.twitter.com/Iojpd5sunp
— Keep It Secret Media (@keepitsecretwar) December 24, 2023
কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের এই অভিযানের সঙ্গে ইজরায়েল হামাস যুদ্ধের সরাসরি কোনও সম্পর্ক নেই। তবে, গাজার সংঘর্ষই এই এলাকার অন্যান্য বিরোধগুলিকে ফের খুঁচিয়ে তুলছে বলে মনে করা হচ্ছে। হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে, লোহিত সাগর এলাকায় প্রায় নির্বিচারে বাণিজ্যিক জাহাজগুলির উরপর হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধা গোষ্ঠী হুথিরা। যাদের খোলাখুলি ভাবে সমর্থন করে ইরাক। হুথিদের নিয়মিত ড্রোন হামলা, কপ্টার হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায়, লোহিত সাগর এলাকায় বিপদ বেড়েছে। গোটা বিশ্বের বাণিজ্যের প্রেক্ষিতে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুথিদের আক্রমণ বাড়ায়, বিশ্ব-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ কর হচ্ছে। এর মধ্যে, কুর্দ-তুর্কি বিরোধ ফের খুঁচিয়ে উঠল। বছরের শেষটা যদি ইঙ্গিতবাহী হয়, ২০২৪-এ ভূ-রাজনৈতিক বিরোধ আরও বাড়বে বলেই মনে হচ্ছে।