Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal: গয়না, জামা-কাপড় থেকে মিষ্টি – রামের শ্বশুরবাড়ি থেকে অযোধ্যায় আসছে বিপুল উপহার

Ayodhya Ram Mandir opening: রামলাল্লার মন্দিরে অভিষেকের দিনে, তাঁর শ্বশুরবাড়ি থেকেও আসছে বহু উপহার। এর জন্য, জনকপুর ধাম থেকে অযোধ্যা ধাম পর্যন্ত যাত্রা করবেন সীতার বাপের বাড়ির লোকজন। ২০ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় এই যাত্রা শেষ হবে। ওই দিনই শ্রীরাম জন্মভূমি রাম মন্দির ট্রাস্টের হাতে ওই উপহারগুলি তুলে দেবেন জানকী মন্দির থেকে যাওয়া প্রতিনিধিরা।

Nepal: গয়না, জামা-কাপড় থেকে মিষ্টি - রামের শ্বশুরবাড়ি থেকে অযোধ্যায় আসছে বিপুল উপহার
জনকপুর ধাম থেকে অযোধ্যায় আসবেন রামের শ্বশুরবাড়ির লোকজনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 1:59 PM

কাঠমাণ্ডু: ২০২৪-এর ২২ জানুয়ারি দ্বারোদ্ঘাটন হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের। মহাকাব্য অনুযায়ী, অযোধ্যার রাজারামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনকপুরের রাজা জনকের কন্যা সীতার। মহাকাব্যে বর্ণিত সেই জকনপুর বর্তমান নেপালে অবস্থিত। রামলাল্লার মন্দিরে অভিষেকের দিনে, তাঁর শ্বশুরবাড়ি থেকেও আসছে বহু উপহার। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে, নেপাল থেকে বিভিন্ন ধরণের গয়না, বাসনপত্র, জামাকাপড়, মিষ্টি-সহ বহু উপহার পাঠানো হবে। এর জন্য, জনকপুর ধাম থেকে অযোধ্যা ধাম পর্যন্ত যাত্রা করবেন সীতার বাপের বাড়ির লোকজন।

জনকপুরের জানকী মন্দিরের প্রধান মোহান্ত, রামরোশন দাস বৈষ্ণব বলেছেন, “১৮ জানুয়ারি জনকপুর থেকে থেকে এই যাত্রা শুরু হবে। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই, বীরগঞ্জ হয়ে ভারতে প্রবেশ করবে যাত্রা। তারপর, বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থনগর, গোরখপুর হয়ে ২০ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় এই যাত্রা শেষ হবে। ওই দিনই শ্রীরাম জন্মভূমি রাম মন্দির ট্রাস্টের হাতে ওই উপহারগুলি তুলে দেবেন জানকী মন্দির থেকে যাওয়া প্রতিনিধিরা। ২২ জানুয়ারি রামলাল্লার অভিষেক অনুষ্ঠানেও অংশ নেবেন তাঁরা।”

অযোধ্যার রাম মন্দিরে অবশ্য, নেপালের এক বড় অবদান থাকছে। এর আগে, নেপালের কালীগন্ডকি নদীর তীর থেকেই শালগ্রাম শিলা সংগ্রহ করা হয়েছিল। সেই শিলা তারপর অযোধ্যায় পাঠানো হয়েছে। ওই কালো রঙের শালগ্রাম শিলা থেকেই রামের মূর্তি খোদাই করা হয়েছে। ২২ জানুয়ারি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন, ওই শালগ্রাম শিলার রাম মূর্তিটি, মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে।

প্রসঙ্গত, নেপালের পক্ষ থেকে সীতা বা জানকীর জন্মস্থান জনকপুর বলে দাবি করা হলেও, এই নিয়ে বিতর্ক রয়েছে। আসলে, মহাকাব্যে যে জনকপুরের কথা বলা হয়েছে, যুগে যুগে বিভিন্ন সংস্কৃতি ভেদে তার বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। সম্প্রতি, রামায়ণের কাহিনি অবলম্বন করে যে ‘আদিপুরুষ’ সিনেমা বানানো হয়েছিল, তাতে প্রথমে সীতাকে ভারতীয় কন্যা বলে উল্লেখ করা হয়েছিল। নেপালের আপত্তিতেই পরবর্তী সময়ে, সিনেমা থেকে সংলাপটি বাদ দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতারা।