AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Photos: গায়ে একটাও সুতো নেই…’প্রাইভেট’ ভিডিয়ো ফাঁস পাক টিকটক তারকার

Pakistani TikTok Star: কোনওমতে কান্না চেপে সেহের বলেন, "যেদিন থেকে আমি ইউটিউবে ভিডিয়ো করা শুরু করেছি, সেদিন থেকে আমায় ব্ল্যাকমেইল করা হচ্ছে। কিন্তু পরিবারের সমর্থনেই আমি এখনও অবধি কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছি।"

Photos: গায়ে একটাও সুতো নেই...'প্রাইভেট' ভিডিয়ো ফাঁস পাক টিকটক তারকার
টিকটক তারকা আলিজা সেহের।Image Credit: youtube
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 1:11 PM
Share

ইসলামাবাদ: ফের এক সোশ্যাল মিডিয়া তারকার ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস (Private Video Leaked)। সম্প্রতিই কুলহার পিৎজা বিক্রি করে জনপ্রিয় হওয়া দম্পতির ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হওয়াকে ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার ফাঁস হয়ে গেল এক টিকটক তারকার ব্যক্তিগত ভিডিয়ো। আলিজ়া সেহের (Alizah Seher)  নামক এক পাকিস্তানি টিকটক তারকার (TikTok Star) ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হয়ে গিয়েছে ইন্টারনেটে। নিমেষেই তা ভাইরালও হয়ে যায়। ওই পাক তারকার অভিযোগ, পুলিশে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও, কোনও পদক্ষেপ করা হয়নি।

আলিজা সেহের নামক ওই পাকিস্তানি যুবতী ইন্টারনেটে নিজেকে “পঞ্জাবের একটি ছোট গ্রামের সাধারণ মেয়ে” হিসাবেই পরিচয় দেন। ২০১৭ সাল থেকে গ্রাম্য জীবনযাত্রার উপরে ভিডিয়ো তৈরি করা শুরু করেন আলিজা। রান্নাবান্না থেকে বাড়ির কাজ, পরিবেশ ও কৃষিকাজ সংক্রান্ত নানা বিষয় নিয়েই ভিডিয়ো বানান আলিজা। ইউটিউবে তাঁর ১.৪ মিলিয়ন বা ১৪ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর এক একটি ভিডিয়োতেই প্রায় দেড় কোটি ভিউজ রয়েছে। ইন্সটাগ্রামেও তাঁর ফলোয়ারের সংখ্যা ৪ লক্ষের উপরে।

tiktok star

টিকটক স্টার আলিজা সেহের।

সম্প্রতিই সোশ্যাল মিডিয়া তাঁর একটি ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হয়ে যায়। ওই ভিডিয়োয় তাঁকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। নিমেষেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়োটি। বিষয়টি নিয়ে ক্ষোভ-দুঃখ উগরে সেহের ইউটিউবে একটি চার মিনিটের ভিডিয়োও পোস্ট করেন। তাঁর দাবি, ব্যক্তিগত ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই তিনি মুলতানের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশের তরফে তাঁকে সহায়তা করা হলেও, এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

ইউটিউবে পোস্ট করা ভিডিয়োয় সেহের জানান, মূল অভিযুক্ত স্বীকার করে নিয়েছে যে ভিডিয়োটি এডিট করা। কিন্তু তাঁর দাবি, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় সে লিক করেনি। ওই টিকটক তারকা বলেন, “কাতারের ওই কুকুর (অভিযুক্ত) আমার ভিডিয়ো ভাইরাল করার পিছনে দায়ী। আমি সাইবার ক্রাইম বিভাগের তরফে সহায়তা পেলেও, অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। আমি তাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই যারা এই সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য করেছেন।”

টিকটক তারকা আলিজা সেহের।

কোনওমতে কান্না চেপে সেহের বলেন, “যেদিন থেকে আমি ইউটিউবে ভিডিয়ো করা শুরু করেছি, সেদিন থেকে আমায় ব্ল্যাকমেইল করা হচ্ছে। কিন্তু পরিবারের সমর্থনেই আমি এখনও অবধি কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছি।”

এর আগে গত সেপ্টেম্বর মাসে পঞ্জাবের সেহাজ অরোরা ও তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় এভাবেই ভাইরাল হয়ে যায়। মাটির ভাঁড়ে পিৎজা বানিয়ে প্রচারের আলোয় এসেছিলেন ওই দম্পতি। কুলহার পিৎজার জন্য বিখ্যাত ওই দম্পতির যে ভিডিয়োটি ভাইরাল হয়েছিল, তাতেও আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছিল তাদের। যদিও ওই দম্পতির দাবি ছিল, ভিডিয়োটি ভুয়ো। পুলিশে এই নিয়ে অভিযোগও জানান তাঁরা।