Sheikh Hasina: বাংলাদেশ অশান্ত পাকিস্তানের চক্রান্তে? বিস্ফোরক হাসিনা-পুত্র

Sheikh Hasina: বাংলাদেশে চলমান হিংসার পিছনে বিদেশী হস্তক্ষেপের 'পরিস্থিতিগত প্রমাণ' রয়েছে। দাবি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। তিনি সরাসরি আঙুল তুললেন পাকিস্তানের দিকে। পাশাপাশি তাঁর মাকে সুরক্ষা দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Sheikh Hasina: বাংলাদেশ অশান্ত পাকিস্তানের চক্রান্তে? বিস্ফোরক হাসিনা-পুত্র
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারাImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 1:16 PM

লন্ডন: অনেকেই সন্দেহ করছিলেন, বাংলাদেশে সাম্প্রতিক হিংস্র আন্দোলন এবং শাসন পরিবর্তনের পিছনে হাত রয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর। এবার সরাসরি পাক গুপ্তচর সংস্থার দিকে আঙুল তুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি দাবি করেছেন, বাংলাদেশে চলমান হিংসার পিছনে বিদেশী হস্তক্ষেপের ‘পরিস্থিতিগত প্রমাণ’ রয়েছে। আন্দোলনকারীরা পুলিশকে আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেছিল। দাঙ্গাবাজদের হাতে বন্দুক ছিল। তারা কোথা থেকে এই বন্দুক পেল? জয় প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এই আগ্নেয়াস্ত্রগুলি সন্ত্রাসবাদী সংগঠন বা বিদেশি কোনও শক্তি সরবরাহ করেছে।

সংবাদ সংস্থা পিটিআইকে জয় বলেন, “যে পরিস্থিতিগত প্রমাণ রয়েছে, তাতে আমি একপ্রকার নিশ্চিত, আমার সন্দেহ পাকিস্তানের আইএসআই এর সঙ্গে জড়িত। হামলা-প্রতিবাদ, সব হয়েছে অত্যন্ত সমন্বিত উপায়ে, পরিকল্পিতভাবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য ইচ্ছাকৃত প্রচেষ্টা চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা আরও খারাপ করার চেষ্টা করে যাচ্ছিল।”

তিনি আরও জানিয়েছেন, গণতন্ত্র ফিরে আসলেই, ভোট ঘোষণা হলেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র ফেরাতেই হবে। আশা করি, বিএনপি এবং আওয়ামি লিগের মধ্যে এই বিষয়ে বোঝাপড়া হবে। তারপর শেখ হাসিনা ফিরে আসবেন।” এর আগে অবশ্য জয় বলেছিলেন তাঁর মা বাংলাদেশ নিয়ে অত্যন্ত হতাশ। তাই তিনি আর বাংলাদেশে ফিরবেন না। তবে, তার দুদিন বাদেই জয় জানিয়েছেন সারাদেশে যেভাবে আওয়ামি লিগের নেতা-কর্মীদের উপর ক্রমাগত হামলা হচ্ছে, তাতে সিদ্ধান্ত বদলেছেন হাসিনা।

জয় বলেছেন, “এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার আমরা তা করব। আমরা তাদের একা ফেলে চলে যাব না।” তবে হাসিনা দেশে ফিরে আবার রাজনীতি করবেন কিনা, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়। সেই সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন হাসিনা পুত্র।