Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: মার্শেলিতে কনসুলেটের উদ্বোধন, বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi's France Visit: মার্শেলিতে এসেছিলেন সাভারকরও। সেই কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামে এই শহর বিশেষ গুরুত্ব রাখে। বীর সাভারকর এখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন। আমি মার্শেলির মানুষজন ও সেই সময়কার ফরাসি বিপ্লবীদের ধন্যবাদ জানাই।"

PM Modi: মার্শেলিতে কনসুলেটের উদ্বোধন, বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী মোদী
মার্শেলিতে প্রধানমন্ত্রী মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 12, 2025 | 5:11 PM

প্যারিস: ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সফরের শেষ লগ্নে, আজ প্রধানমন্ত্রী গেলেন ঐতিহাসিক মার্শেলির  ম্যাজ়ারগুয়েস কবরস্থানে। সেখানে তিনি ভারতীয় সৈনিক, যারা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করে শহিদ হয়েছিলেন, তাদের শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।

মার্শেলিতে এসেছিলেন সাভারকরও। সেই কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে এই শহর বিশেষ গুরুত্ব রাখে। বীর সাভারকর এখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন। আমি মার্শেলির মানুষজন ও সেই সময়কার ফরাসি বিপ্লবীদের ধন্যবাদ জানাই যারা দাবি তুলেছিলেন যে তাঁকে (সাভারকর) ব্রিটিশদের হাতে তুলে দেওয়া যাবে না। বীর সাভারকরের বীরত্ব আজও সকলকে অনুপ্রাণিত করে।”

মার্শেলিতে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় কনসুলেটেরও উদ্বোধন করেন। ফরাসি প্রেসিডেন্টকে পাশে নিয়ে তিনি বলেন যে এই কনসুলেট দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। এ দিন সকালেই তিনি লিখেছিলেন “প্রেসিডেন্ট ম্যাক্রঁ ও আমি কিছুক্ষণ আগেই মার্শেলিতে পৌঁছেছি। ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক মজবুত করতে এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখা হয়েছে।”

কনসুলেট উদ্বোধনের পর ফ্রান্সে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী মোদী।

আজই দক্ষিণ ফ্রান্সের ক্যাডারকে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাকটর প্রজেক্ট সফরেও যাবেন প্রধানমন্ত্রী মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। এই প্রকল্পে ভারত ১৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রধানমন্ত্রী মোদীর এই সফর নিয়ে বলেন যে প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট একই বিমানে সফরের কথা উল্লেখ করে বলেন যে এটি ব্যতিক্রমী পদক্ষেপ, যা পারস্পরিক বিশ্বাসকেই তুলে ধরে।