Volodymyr Zelensky: যুদ্ধে ক্রমশই পিছিয়ে পড়ছেন পুতিন? জ়েলেনস্কির দাবিতে বাড়ছে জল্পনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব গোটা বিশ্বে পড়েছে। ইউরোপের এই রক্তক্ষয়ী যুদ্ধের কারণে পশ্চিমী দেশগুলি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কাঠগড়ায় তুলেছে।
কিয়েভ: প্রায় ছ’মাসে বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) চলছে। গোটা বিশ্বে এই যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) দায়ী করা হয়েছে। কিন্তু এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। প্রতিবেশীর দেশে আক্রমণ করে বিপাকে পড়েছে রাশিয়া, বিভিন্ন মহল থেকে একাধিকবার এই দাবি করা হয়েছে। মনে করা হচ্ছিল, ইউক্রেনে আক্রমণ করে প্রচুর ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে পুতিনের দেশ। সামরিক শক্তিতে অনেকটা পিছিয়ে থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির নেতৃত্বে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সোমবার আরও এক গুরুত্বপূর্ণ দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর দাবি, রাশিয়ার দখলে থাকা সেদেশের ৬ হাজার বর্গ কিলোমিটার এলাক পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। চলতি মাসেই এই বিশাল এলাকা রুশ সেনার হাতছাড়া হয়েছে বলে দাবি জ়েলেনস্কির।
সোমবারে বিবৃতিতে জ়েলেনস্কি বলেন, “সেপ্টেম্বর মাসের শুরু থেকে আমাদের সেনাবাহিনী পূর্ব ও দক্ষিণ দিকে ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা রুশ সেনার হাত থেকে স্বাধাীন করেছে এবং আমরা ক্রমেই এগিয়ে চলেছি।” ইউক্রেনের দাবি, উত্তর-পূর্বের খারকিভ অঞ্চলে পাল্টা আক্রমণে তারা ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং সেখানকার ইজিয়াম, কুপিয়ানস্ক এবং বালাক্লিয়া শহরগুলি সহ অনেক এলাকা রুশ সেনার হাত থেকে পুনরুদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণের খেরসন এলাকাতেও সাফল্যের দাবি করেছে ইউক্রেন। সোমবারের আগেই ইউক্রেন সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা রুশ সেনার হাত থেকে পুনরুদ্ধার করা হয়েছে। মার্কিন যুদ্ধ বিশেষজ্ঞ সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাল্টা আক্রমণে ইউক্রেন এগিয়ে গেলেও এখানেই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব গোটা বিশ্বে পড়েছে। ইউরোপের এই রক্তক্ষয়ী যুদ্ধের কারণে পশ্চিমী দেশগুলি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কাঠগড়ায় তুলেছে। রাশিয়ার বিরুদ্ধে নেমে এসেছে একের পর এক নিষেধাজ্ঞার খাঁড়া। ইউক্রেনের ন্যাটোতে অন্তর্ভুক্তিই ছিল পুতিনের প্রধান আপত্তির কারণ। চলতি বছর ২৪ ফেব্রুয়ারি অতর্কিতে ইউক্রেনে হামলা করে রুশ সেনা। যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশ একাধিকবার আলোচনার টেবিলে বসলেও কোনও সমাধানসূত্র বের হয়নি। একাধিক দেশ মধ্যস্থতার করার চেষ্টা করলেও রাজি হননি রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউরোপের এই রক্তক্ষয়ী যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর থাকবে সকলের।