Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Volodymyr Zelenskyy’s Visit to Kharkiv: রাতারাতি নিরাপত্তা প্রধানকে তাড়িয়ে দিলেন জ়েলেনস্কি, কী কারণে জানেন?

Russia-Ukraine Conflict: যুদ্ধের তিন মাস পর বর্তমানে ডনবাস অঞ্চলকে চারপাশ থেকে ঘিরতে শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। এরইমাঝে গতকাল খারকিভে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি।

Volodymyr Zelenskyy's Visit to Kharkiv: রাতারাতি নিরাপত্তা প্রধানকে তাড়িয়ে দিলেন জ়েলেনস্কি, কী কারণে জানেন?
খারকিভে এক মহিলা সেনাকর্মীর সঙ্গে কথা বলছেন জ়েলেনস্কি। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2022 | 9:07 AM

খারকিভ: তিন মাস কেটে গিয়েছে, থামেনি যুদ্ধ। ইউক্রেনের উপরে ক্রমাগত গোলাবর্ষণ চালিয়েই যাচ্ছে রুশ সেনা। যুদ্ধ শুরু হওয়ার পর রবিবারই প্রথমবারের জন্য খারকিভ শহরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। খারকিভ শহর, যা লাগাতার গোলাবর্ষণের কারণে বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই শহর ঘুরে দেখার পরই তিনি ওই শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা অধিকর্তাকে কাজ থেকে বিতাড়িত করেন। এদিকে, জেলেনস্কি খারকিভ ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ফের গোলাবর্ষণ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

গত ফেব্রুয়ারির শেষভাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ইউক্রেনের উপরে সামরিক অভিযান শুরু করে রুশ সেনা। যুদ্ধের তিন মাস পর বর্তমানে ডনবাস অঞ্চলকে চারপাশ থেকে ঘিরতে শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। এরইমাঝে গতকাল খারকিভে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি। গোটা শহর ঘুরে দেখার পর কিয়েভে ফিরে তিনি নিজেই জানান যে, খারকিভের নিরাপত্তা প্রধানকে কাজ থেকে বিতাড়িত করেছেন তিনি।

জ়েলেনস্কি জানান, ওই আধিকারিককে তিনি কাজ থেকে বের করে দিয়েছেন কারণ তিনি যুদ্ধের প্রথম দিন থেকেই খারকিভ শহরকে যুদ্ধের ভয়াবহতার হাত থেকে রক্ষা করার বদলে কেবল নিজের কথাই ভেবেছেন। বাকি প্রদেশের ভারপ্রাপ্ত কর্তারা রুশ সেনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করলেও, খারকিভের নিরাপত্তা প্রধানই নিজের দায়িত্ব সঠিকভাবে পূরণ করেনি।

প্রেসিডেন্ট ওই আধিকারিকের নাম উল্লেখ না করলেও, ইউক্রেনীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিকের নাম রোমান ডুডিন। তিনি খারকিভের এসবিইউ সিকিউরিটি সার্ভিসের প্রধান ছিলেন।

এর আগেই জ়েলেনস্কি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, সেখানে তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে খারকিভের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এদিকে, জ়েলেনস্কি খারকিভ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই সেখানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংবাদসংস্থা রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, খারকিভের সিটি সেন্টারের উত্তর-পূর্ব অংশে লাগাতার বিস্ফোরণ হয়েছে। সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। বিগত কয়েকদিন ধরে খারকিভে রুশ সেনা হামলা না চালালেও, গতকালই জ়েলেনস্কি খারকিভে যেতেই ফের হামলা চালানো শুরু করেছে রুশ সেনা।