Donald Trump: বন্ধ কোর্টরুম, ব্যারিকেডে ঘেরা রাস্তা, ট্রাম্পের আত্মসমর্পণ কি দ্বিতীয় ‘ক্যাপিটলে হিলে’ পরিণত হবে?
Hush Money Case: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ম্যানহ্যাটন ক্রিমিনাল কোর্টহাউসে গ্রান্ড জুরির সামনে হাজিরা দেবেন ট্রাম্প। পর্নতারকার মুখ বন্ধ করতে যে বিপুল অঙ্কের টাকা ঘুষ দিয়েছিলেন, তার তদন্তেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্পকে।
নিউ ইয়র্ক: বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাও আবার পর্নতারকার সঙ্গে! এই গোপন তথ্য ফাঁস হয়ে যেতেই চরম বিপাকে পড়েছেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যাতে পর্নতারকার সঙ্গে গোপন সম্পর্কের কথা ফাঁস না হয়ে যায়, তার জন্য মোটা টাকার ঘুষ (Hush Money) দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মামলাতেই তদন্ত শুরু হয়েছে। নিউ ইয়র্কের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, আগামিকাল, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প। তবে তাঁর আত্মসমর্পণ ঘিরে ব্যাপক অশান্তি হতে পারে, এমনটাই আঁচ করছে পুলিশ। সেই কারণে একদিন আগে থেকেই ম্যানহ্যাটন ক্রিমিনাল কোর্টহাউসের বাইরে বসল কড়া নিরাপত্তা। ধাতব ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ট্রাম্প টাওয়ার। বন্ধ করে দেওয়া হয়েছে ম্যানহ্যাটন ক্রিমিনাল কোর্টহাউসের সামনের রাস্তা।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ম্যানহ্যাটন ক্রিমিনাল কোর্টহাউসে গ্রান্ড জুরির সামনে হাজিরা দেবেন ট্রাম্প। পর্নতারকার মুখ বন্ধ করতে যে বিপুল অঙ্কের টাকা ঘুষ দিয়েছিলেন, তার তদন্তেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্পকে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
আদালতে আত্মসমর্পণের কথা বললেও ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আদালতের বিচারপতির সঙ্গেও ব্যক্তিগত শত্রুতার কথা বলেছেন ট্রাম্প। তাঁর এই দাবির পরই রিপাবলিকান সমর্থকরা মঙ্গলবার নিউইয়র্কে বিক্ষোভ দেখানোর কথা জানিয়েছেন।
এর আগে ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া নিয়ে ট্রাম্পের ভুয়ো দাবির ভিত্তিতে ক্য়াপিটল হিলে রিপাবলিকান সমর্থকরা যেভাবে হামলা, ভাঙচুর চালিয়েছিল, সে কথা মাথায় রেখেই আগামিকাল ডাউনটাউন কোর্টহাউস একাধিক কোর্টরুম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ঝুঁকি নিতে নারাজ নিউইয়র্ক পুবিশও। তারা জানিয়েছেন, আপাতত শহরে হামলা বা অশান্তির কোনও সম্ভাবনা নেই। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোর্টরুম, ট্রাম্পের বাড়ির বাইরে যেমন ধাতব ব্য়ারিকেড বসানো হয়েছে, তেমনই একাধিক রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।