মালিয়া-মোদী-চোকসির শেয়ার বিক্রি করে উঠল ১৩০০ কোটি
'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' অনুযায়ী এই শেয়ার বিক্রি করা হয়েছে।
নয়া দিল্লি: আর্থিক প্রতারণার অভিযোগ নিয়ে দেশ ছেড়েছেন বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিরা। তাঁদের শেয়ার বিক্রি করে কয়েক’শ কোটি টাকা তুলল ব্যাঙ্কগুলির কনসর্টিয়াম। স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন এই কনসর্টিয়াম তিন জনের শেয়ার বিক্রি করে ১৩,১০৯ কোটি টাকা উদ্ধার করেছে। শুক্রবার ইডির তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ অনুযায়ী এই শেয়ার বিক্রি করা হয়েছে।
আর্থিক প্রতারণার দায়ে অভিযুক্ত হওয়ার পর এই তিনজনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেটাই ব্যাঙ্ক কনসর্টিয়াম বিক্রি করেছে। এর আগে ৭,১৮১ কোটি টাকা স্টেট ব্যাঙ্ক তুলেছিল। এ ছাড়া গত ১ জুলাই নীরব মোদীর বোন পূরবী মোদী ১৭.২৫ কোটি টাকা ইডির হাতে তুলে দেয়। কিছুদিন আগে ৩,৭২৮ কোটি টাকার সম্পত্তি ব্যাঙ্কের কনসর্টিয়ামের হাতে তুল দেয় ইডি, যার মধ্যে ছিল ২৬৪৪ কোটি টাকার শেয়ার ও ৫৪ কোটি টাকার ডিমান্ড ড্রাফট, ছিল ২৯.৫৭ কোটি টাকার স্থাবর সম্পত্তিও। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে।
সম্প্রতি, ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। তিনি দাবি করেছেন, তাঁকে অপহরণের চেষ্টা করেছিল ভারতীয় সংস্থাগুলো। ডমিনিকার হাইকোর্ট থেকে জামিন পেয়ে তিনি এখন চিকিত্সার জন্য অ্যান্টিগুয়ায় রয়েছেন। মেহুল চোকসির দাবি, তিনি সবসময়েই ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে মেহুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দেশে। যাতায়াতে সক্ষম থাকার মতো অবস্থা হলেই তাঁকে ডমিনিকায় ফিরতে হবে। এই শর্তে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে আদালতের তরফে। আরও পড়ুন: বিধানসভায় পদপ্রাপ্তি মদনের, প্রাক্তন পুলিশকর্তাও পেলেন নতুন কমিটির দায়িত্ব