AC-Mobile Blast: শুধু AC নয়, গরমে ফেটে যাচ্ছে ফ্রিজ-মোবাইলও, কখন বুঝবেন সাবধান হওয়ার সময় এসেছে
AC-Fridge Blast: গরমে লোডশেডিং বেশি হয়, ফলে ইনভার্টারের ব্যাটারিতেও বিস্ফোরণের সম্ভাবনা থাকে। আর সেটা ঘটলে ব্যাপক ক্ষতি হয়। রক্ষণাবেক্ষণের অভাবে ইনভার্টার ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। এছাড়াও, অনেক সময় উচ্চ ভোল্টেজের কারণে, ইনভার্টারের ব্যাটারি ফেটে হয়।
কলকাতা: সদ্য তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পেয়েছে কলকাতা। দেশের রাজধানী দিল্লিতে চরমে পৌঁছেছে তাপমাত্রা। 50 ডিগ্রি ছাড়িয়েছে দেশেক একাধিক জায়গার তাপমাত্রা। এই প্রবল গরমে অনেক জায়গাতেই এয়ার কন্ডিশনারে বিস্ফোরণ ঘটছে। বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ফলে একটানা এসি না চালানোর জন্য সতর্ক করা হচ্ছে।
তবে গরমে শুধু এসিই নয়, এমন আরও অনেক ইলেকট্রনিক যন্ত্র বিকল হচ্ছে। তাই গরমকালে কী কী সতর্কতা নেওয়া জরুরি, জেনে নিন-
এয়ার কন্ডিশনার বা এসি মেশিন
গরমে এই মেশিনই সবথেকে বেশি ব্যবহার করা হয়। সাধারণত এ সি মেশিনে যে বিস্ফোরণ ঘটে, তা রক্ষণাবেক্ষণের অভাবে ঘটে। অনেকে বছরের পর বছর এসি সার্ভিসিং করায় না। এই কারণে বিস্ফোরণ হতে পারে।
ল্যাপটপ ও মোবাইল ফোন
ল্যাপটপ এবং মোবাইল ফোন থেকেও ঘটতে পারে বিপত্তি। এই দুটি জিনিসের ব্যবহারও অনেক বেশি। অনেক সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ল্যাপটপ ও মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হতে থাকে। বেশিদিন এমন হলে ব্যবহারকারীর হাতে মোবাইল ফোন বিস্ফোরিত হতে পারে।
ইনভার্টার
গরমে লোডশেডিং বেশি হয়, ফলে ইনভার্টারের ব্যাটারিতেও বিস্ফোরণের সম্ভাবনা থাকে। আর সেটা ঘটলে ব্যাপক ক্ষতি হয়। রক্ষণাবেক্ষণের অভাবে ইনভার্টার ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। এছাড়াও, অনেক সময় উচ্চ ভোল্টেজের কারণে, ইনভার্টারের ব্যাটারি ফেটে হয়।
রেফ্রিজারেটর
সাধারণত কম্প্রেসারের সমস্যার জন্য রেফ্রিজারেটরে বিস্ফোরণ হয়। তখনই কম্প্রেসারে সমস্যা হয়। তার ফলে ফ্রিজ ঠিকমতো ঠাণ্ডা না হলেই মেকানিককে দিয়ে পরীক্ষা করা উচিত। এছাড়াও, এতে কোন সমস্যা থাকলে তা অবিলম্বে সংশোধন করতে হবে। না হলে তাতেও ঘটতে পারে বিস্ফোরণ।