EPFO থেকে টাকা তোলার পদ্ধতিতে ফের বড় বদল

EPFO ​​Withdrawal Process: কিছুদিন আগেই EPFO ​​অগ্রিম টাকা তোলার সীমা বাড়িয়েছে। আগে যা ছিল বর্তমানে সেই পরিমাণ দ্বিগুণ করেছে। আগে এই সীমা ছিল মাত্র ৫০ হাজার টাকা। যা এখন বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা। একইসঙ্গে টাকা তোলার আবেদন করার পর পুরো প্রক্রিয়া শেষ হয়ে অ্যাকাউন্টে টাকা জমার ক্ষেত্রেও কমছে সময়। এরইমধ্যে এবার এল নতুন আপডেট।

EPFO থেকে টাকা তোলার পদ্ধতিতে ফের বড় বদল
ফের বড় আপডেট Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: May 31, 2024 | 6:33 PM

EPFO থেকে টাকা তোলার পদ্ধতি আরও সহজ হচ্ছে। খবর শোনা গিয়েছে বেশ কিছুদিন আগেই। টাকা তোলার প্রক্রিয়াতেও বেশ কিছু বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। এতদিন অনলাইনে EPFO ​​থেকে টাকা তুলতে গেলে ব্যাঙ্কের পাসবুক বা চেকের পাতার একটি ছবি আপলোড করতে হতো। কিন্তু, এবার থেকেই সেই প্রয়োজনীয়তা ফুরোচ্ছে। সূত্রের খবর, দ্রুত আবেদনকারীদের হাতে টাকা পৌঁছে দিতে, যাচাই প্রক্রিয়া সহজ করতেই এই কাজ করা হচ্ছে বলে খবর। EPFO-এর নতুন সার্কুলার স্পষ্টতই বলছে, অনলাইনে যে সমস্ত আবেদন আসছে তা নিষ্পত্তির সুবিধার্থে আবেদন করার সময় আর পুরনো প্রক্রিয়া অনুসরণ করা হবে না। 

তাহলে কীভাবে চলবে টাকা উত্তোলন প্রক্রিয়া? তথ্য বলছে…

প্রথমে অনলাইনে ব্যাঙ্ক KYC যাচাই করা হবে। নিয়োগকর্তা ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট (DSC) ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করবেন। তারপর খতিয়ে দেখা হবে আবেদনকারীর আধার নম্বর যাচাই করা হয়েছে কি না।

এখন থেকে তাহলে কীভাবে তোলা যাবে টাকা? 

প্রথমে যেতে হবে EPFO ​​পোর্টালে। UAN এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন। লগ ইন করার পরে, আপনাকে অনলাইন পরিষেবাগুলিতে যেতে হবে। তারপর ক্লেম সিলেক্ট করতে হবে। এর পরে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে। তারপর কত টাকা আপনি তুলতে চাইছেন তা জানাতে হবে। কী কারণে তুলতে চাইছেন তা ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে। এরপরে আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি আসবে। তা দিয়ে সাবমিট করতে হবে ফর্ম। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই EPFO ​​অগ্রিম টাকা তোলার সীমা বাড়িয়েছে। আগে যা ছিল বর্তমানে সেই পরিমাণ দ্বিগুণ করেছে। আগে এই সীমা ছিল মাত্র ৫০ হাজার টাকা। যা এখন বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা। একইসঙ্গে টাকা তোলার আবেদন করার পর পুরো প্রক্রিয়া শেষ হয়ে অ্যাকাউন্টে টাকা জমার ক্ষেত্রেও কমছে সময়।