Scam in China: বিশাল কেলেঙ্কারি চিনে, শাস্তির পাশাপাশি ‘জরিমানার’ অঙ্ক জানলে মাথা ঘুরে যেতে পারে আপনার
Scam in China: শোনা যাচ্ছে PwC এর অ্যাকাউন্টিং কেলেঙ্কারি চিনে এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মামলা হিসাবে উঠে আসতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের অর্থ মন্ত্রক শীঘ্রই PwC-এর উপর বড় জরিমানার ঘোষণা করতে পারে।
কলকাতা: আরও একটি বড় কেলেঙ্কারির খবর আসছে চিন থেকে। গুরুতর অভিযোগ উঠেছে বিশ্বের অন্যতম বড় অডিট কোম্পানির বিরুদ্ধে। অ্যাকাউন্টিং কেলেঙ্কারিতে জড়িত খবর সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। শীঘ্রই এই কোম্পানিকে মোটা অঙ্কের জরিমানা করার প্রস্তুতি চলছে। চিনের অর্থ মন্ত্রক যে কোনও সময় এ বিষয়ে বড় ঘোষণা করতে পারে বলে খবর। কথা হচ্ছে PwC অর্থাৎ প্রাইস ওয়াটার হাউস কুপার্স এলএলপি নিয়ে। বিশ্বের সবচেয়ে বড় চার অডিট কোম্পানিগুলির কথা উঠলেই শোনা যায় এই সংস্থার কথা। তাঁদের বিরুদ্ধে চিনে বড় অ্যাকাউন্টিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয়, এই কোম্পানির দেশে আঞ্চলিক স্তরে কাজকর্ম বন্ধ করার কথাও ভাবছে চিন।
শোনা যাচ্ছে PwC এর অ্যাকাউন্টিং কেলেঙ্কারি চিনে এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মামলা হিসাবে উঠে আসতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের অর্থ মন্ত্রক শীঘ্রই PwC-এর উপর বড় জরিমানার ঘোষণা করতে পারে। বর্তমানে কোম্পানিটি চিনের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ড গ্রুপের অডিট করছে। কোম্পানির এই অডিট এই সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর। তারপরই সে দেশের অর্থ মন্ত্রকের জরিমানার মুখে পড়তে পারে সংস্থাটি।
সূত্রের খবর, PwC-কে ১ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৩৮ মিলিয়ন ডলার) জরিমানা করা হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১৫০ কোটি টাকার সমান। এর আগে, চিনের সবচেয়ে বড় জরিমানা হয়েছিল ২০২৩ সালে। সেই বছর চিনের সরকারের কোপের মুখে পড়েছিল Deloitte Touche Tohmatsu. ২১২ মিলিয়ান ইউয়ান জরিমানা করা হয়েছিল সংস্থাটিকে। অন্যদিকে PwC এর বিরুদ্ধে যে শুধু জরিমাণই হবে এমনটা নয়। শোনা যাচ্ছে সে দেশে কাজের ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে সংস্থাটি। যদিও এ বিষয়ে চিনের অর্থ মন্ত্রক ও পিডব্লিউসি থেকে এ বিষয়ে অফিসিয়ালি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।