Stock Market: জুনেই বড় ‘বদল’ শেয়ার বাজারে, জুলাই-অগস্ট-অক্টোবরেও দেখা যাবে একই ছবি

Stock Market: তবে শুধু জুন নয়। মাসের সাপ্তাহিক ছুটি ছাড়াও, জুলাই, অগস্ট এবং অক্টোবর মাসে অতিরিক্ত ১ দিনের জন্য বন্ধ থাকবে শেয়ার বাজার। এছাড়া নভেম্বর মাসে অতিরিক্ত ২ দিন বাজার বন্ধ থাকবে। তা নিয়েই এখন চর্চা দালাল স্ট্রিটের অন্দরে।

Stock Market: জুনেই বড় ‘বদল’ শেয়ার বাজারে, জুলাই-অগস্ট-অক্টোবরেও দেখা যাবে একই ছবি
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: May 31, 2024 | 2:13 PM

কলকাতা: আর মাত্র ক’টা দিন। তারপরেই ভোটের রেজাল্ট। এদিকে মে মাসের এটাই শেষ শুক্রবার। এই মাসে শেষবারের জন্য খোলা শেয়ার মার্কেট। শনি-রবি ছুটি। তাই ভোটের রেজাল্টের আগে বিনিয়োগে ঝুঁকছেন অনেকেই। কিন্তু, জানেন এই জুন মাসেই টানা তিন দিন বন্ধ থাকতে চলেছে শেয়ার বাজার। হবে না কোনও লেনদেন। 

বিএসই ওয়েবসাইটে পাওয়া স্টক মার্কেটের ছুটির তালিকা ২০২৪ বলছে, ১৫, ১৬ তারিখ পড়েছে শনি-রবিবার। তারপরের দিন অর্থাৎ ১৭ জুন সোমবার বখরি ইদ উপলক্ষে বন্ধ থাকবে দালাল স্ট্রিটের দরজা। অর্থাৎ ১৭ জুন থেকে শুরু হওয়া সপ্তাহে ৫ দিনের বদলে ৪ দিন খোলা থাকবে মার্কেট। 

১৭ জুন বখরি ইদ উপলক্ষে, কমোডিটি ডেরিভেটিভস এবং ইলেকট্রনিক গোল্ড রসিদ (ইজিআর) সেগমেন্টে সকালের লেনদেন, অর্থাৎ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোনও লেনদেন হবে না। MCX-এ সন্ধ্যার সেশনের জন্য ট্রেডিং খোলা থাকবে। বিকাল ৫টা থেকে কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট এবং ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট (EGR) সেগমেন্টে লেনদেন চলবে।

তবে শুধু জুন নয়। মাসের সাপ্তাহিক ছুটি ছাড়াও, জুলাই, অগস্ট এবং অক্টোবর মাসে অতিরিক্ত ১ দিনের জন্য বন্ধ থাকবে শেয়ার বাজার। এছাড়া নভেম্বর মাসে অতিরিক্ত ২ দিন বাজার বন্ধ থাকবে। ডিসেম্বর মাসেও অতিরিক্ত ১ দিন বাজার বন্ধ থাকবে।