5G : আজই দেশে এয়ারটেলের ৫জি পরিষেবা, জিও-র পথ চলা শুরু কবে থেকে?

5G : আজ থেকে দেশে শুরু হল এয়ারটেলের ৫জি পরিষেবা। আর দিওয়ালির মধ্যে দেশের বেশ কিছু শহরে শুরু হবে জিও-র ৫জি পরিষেবা।

5G : আজই দেশে এয়ারটেলের ৫জি পরিষেবা, জিও-র পথ চলা শুরু কবে থেকে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2022 | 12:44 PM

নয়া দিল্লি : ৫জি-র (5G) জন্য দেশবাসীর অপেক্ষার দিন শেষ। উৎসবের মরসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সূচনা হল ভারতে ৫জি পরিষেবার। এদিন নয়া দিল্লির প্রগতি ময়দানে ষষ্ঠতম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ৫জি পরিষেবার সূচনা করলেন মোদী। এদিন মঞ্চে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন জিও (JIO), এয়ারটেল (Airtel) ও ভোডাফোনের (Vodafone) কর্ণধাররা। ৫ বছর আগে প্রথম যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা এদিন পূর্ণতা পেল। এবার দেশের বিভিন্ন একে একে চালু হবে ৫জি মোবাইল পরিষেবা।

মোদীর ৫জি পরিষেবা সূচনার পর টেলিকম সংস্থাগুলি একে একে নিজেদের পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন। আজই দেশের বেশ কিছু জায়গায় ৫জি পরিষেবা শুরু করলেন এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল। নির্বাচিত ৮ টি শহরেই এই পরিষেবা মিলবে বলে ঘোষণা করেছেন সুনীল মিত্তল। তিনি নিশ্চিত করেছেন, খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা শুরু হবে। এদিন থেকেই দিল্লি, বেঙ্গালুরু, বারাণসী ও মুম্বই সহ ৮ টি শহরে এই পরিষেবা চালু হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে এয়ারটেলের ৫জি পরিষেবা পৌঁছে যাবে।

এদিকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিসের কর্ণধার মুকেশ অম্বানি মঞ্চ থেকে জানান ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে ‘সত্যিকারের’ ৫জি পরিষেবা নিয়ে আসবে জিও। প্রাথমিকভাবে দেশের চারটি রাজ্যে শুরু হবে এই পরিষেবা। প্রথমে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতে এই জিও-র এই পরিষেবা শুরু হবে বলে জানিয়েছেন অম্বানি। তিনি এর আগেও জানিয়েছিলেন, এই শহরগুলিতে দিওয়ালির মধ্যে এই ৫জি পরিষেবা চলে আসবে। অম্বানি আরও জানিয়েছেন, বিশ্বে সবথেকে সস্তা দরে মিলবে জিও-র ৫জি পরিষেবা।