AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Axis Bank আনছে বিরাট বদল, আপনার স্যালারি অ্যাকাউন্টও কি এই ব্যাঙ্কেই

Axis Bank: গ্রাহকদের জন্য অ্যাকাউন্টে গড় ব্যালেন্স থেকে শুরু করে এটিএম থেকে ক'বার বিনা খরচে টাকা তোলা যাবে... বিভিন্ন বিষয়ে বদল আনা হচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট ও স্যালারি অ্য়াকাউন্ট উভয় ক্ষেত্রেই এই বদল আসছে। আগামী ১ এপ্রিল থেকেই চালু হয়ে যাবে নতুন বিধি। অ্যাক্সিস ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

Axis Bank আনছে বিরাট বদল, আপনার স্যালারি অ্যাকাউন্টও কি এই ব্যাঙ্কেই
অ্যাক্সিস ব্যাঙ্ক (ফাইল ছবি)Image Credit: TV9 Network
| Updated on: Mar 02, 2024 | 6:09 AM
Share

নতুন অর্থবর্ষ থেকে ব্যাঙ্কিং পরিষেবায় একগুচ্ছ বদল আনছে অ্যাক্সিস ব্যাঙ্ক। গ্রাহকদের জন্য অ্যাকাউন্টে গড় ব্যালেন্স থেকে শুরু করে এটিএম থেকে ক’বার বিনা খরচে টাকা তোলা যাবে… বিভিন্ন বিষয়ে বদল আনা হচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট ও স্যালারি অ্য়াকাউন্ট উভয় ক্ষেত্রেই এই বদল আসছে। আগামী ১ এপ্রিল থেকেই চালু হয়ে যাবে নতুন বিধি। অ্যাক্সিস ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

সেভিংস অ্যাকাউন্টে গড় ব্যালেন্সের ক্ষেত্রে

অ্য়াক্সিস ব্যাঙ্কের যে গ্রাহকদের প্রায়োরিটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের বর্তমানে অ্যাকাউন্টে প্রতি ত্রৈমাসিকে গড়ে ২ লাখ টাকা রাখতে হয়। বড় শহর, ছোট শহর, মফঃস্বল ও গ্রামীণ শাখা – সব ক্ষেত্রেই এই নিয়মই বর্তমানে চালু রয়েছে। তবে আগামী ১ এপ্রিল থেকে এই নিয়মে বদল এসে যাচ্ছে। এবার থেকে আর প্রতি ত্রৈমাসিকে নয়, প্রায়োরিটি সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের প্রতি মাসে গড়ে ২ লাখ টাকা করে রাখতে হবে।

মাসে কতবার টাকা তোলা যাবে?

বর্তমানের নিয়ম অনুযায়ী যাঁদের অ্যাক্সিস ব্যাঙ্কের প্রাইম বা লিবার্টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা মাসে পাঁচটি ফ্রি ট্রানজাকশন করতে পারেন। প্রতি মাসের ট্রানজাকশনের সর্বোচ্চ সীমা দেড় লাখ টাকা।

যাঁদের প্রেস্টিজ সেভিংস অ্যাকাউন্টল রয়েছে, তাঁরা মাসে পাঁচটি ফ্রি ট্রানজাকশন করতে পারেন। এক্ষেত্রে এক মাসে সর্বোচ্চ সীমা ২ লাখ টাকা।

এছাড়া প্রায়োরিটি সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা, মাসে প্রথম সাতটি ট্রানজাকশন ফ্রিতে করতে পারেন। সর্বোচ্চ ট্রানজাকশনের সীমা মাসে ৫ লাখ টাকা।

ফ্রি ট্রানজাকশনের লিমিট ফুরিয়ে গেলে, প্রতি এক হাজার টাকার জন্য পাঁচ টাকা করে কাটা হয় এখন। সর্বোচ্চ ১৫০ টাকা কাটা যেতে পারে। আর অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে ট্রানজাকশন করে প্রতি এক হাজার টাকায় ১০ টাকা করে কাটা হয়।

নতুন নিয়মে থার্ড পার্টি ট্রানজাকশন, অর্থাৎ অন্য কোনও এটিএম থেকে টাকা তুললে সেক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত আলাদা একটি ফ্রি লিমিট দেওয়া হবে প্রতি মাসে। এরপর থেকে যেমন প্রতি হাজার টাকায় ১০ টাকা করে কাটা হত, তেমন কাটা হবে। নিজস্ব এটিএমে ফ্রি ট্রানজাকশনের লিমিট একই থাকছে নতুন নিয়মেও।

স্যালারি সেভিংস অ্যাকাউন্টে যে বদলের প্রস্তাব দেওয়া হয়েছে

যদি কোনও স্যালারি সেভিংস অ্যাকাউন্টে পর পর দু’মাস কোনও বেতন না ঢোকে,তাহলে অ্যাকাউন্ট থেকে ১০০ টাকা কাটা হবে। নো স্যালারি ক্রেডিট ফি হিসেবে এই টাকা কাটা হবে।