Solar light: রাতেও সূর্যের আলোয় ঝলমল করবে অযোধ্যা বিমানবন্দর, কীভাবে জানুন

Ayodhya airport: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হবে। অযোধ্যা বিমানবন্দরে বিদ্যুৎ ব্যাকআপের জন্য ৩x৫০০ KVA (কিলো-ভল্ট অ্যাম্পায়ার) ক্ষমতাবিশিষ্ট তিনটি স্বয়ংক্রিয় ডিজেল জেনারেটারও স্থাপন করা হয়েছে। সামগ্রিকভাবে বিমানবন্দরে বিদ্যুৎ সমস্যার সম্পূর্ণ সমাধানের ব্যবস্থা করেছে ওই সংস্থা।

Solar light: রাতেও সূর্যের আলোয় ঝলমল করবে অযোধ্যা বিমানবন্দর, কীভাবে জানুন
অযোধ্যা বিমানবন্দর।
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 6:01 AM

অযোধ্যা: রামমন্দির (Ram Temple) উদ্বোধনের দিকে এখন দেশের পাশাপাশি নজর গোটা বিশ্বের। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। রামমন্দিরের পাশাপাশি গোটা অযোধ্যা (Ayodhya) শহরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। অযোধ্যা স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত রামমন্দিরের আদলে তৈরি করা হয়েছে। নতুন রূপে গড়ে ওঠা অযোধ্যা বিমানবন্দরে (Ayodhya airport) শিল্পকলা, আয়তন থেকে যেমন অনেক হাই-টেক ও বিশ্বমানের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, বিদ্যুৎ বিভ্রাট হলেও অন্ধকার হবে না বিমানবন্দর। বলা ভাল, রাতেও সূর্যের আলোয় ঝলমল করবে অযোধ্যা বিমানবন্দর। শুনকে অবিশ্বাস্য লাগছে! বাস্তবে এমনটাই হতে চলেছে। এব্যাপারে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শীঘ্রই যাত্রীরা এই সুবিধা পাবেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

অযোধ্যা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রের বড় সংস্থা হল জ্যাকসন গ্রুপ। অযোধ্যায় নবনির্মিত মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ-পরিকাঠামোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই সংস্থাকে। যারা ২৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করেছে বিমানবন্দরের ছাদে। যা বিমানবন্দরের কাজকর্ম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। এটি উত্তর প্রদেশ-সহ সমগ্র দেশের একটি উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে বলে জানিয়েছেন জ্যাকসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান সন্দীপ গুপ্তা।

তিনটি জেনারেটর স্থাপন করা হয়েছে

জ্যাকসন গ্রুপ জানিয়েছে যে, সোলার প্যানেলের পাশাপাশি বিমানবন্দরে বিদ্যুৎ ব্যাকআপের জন্য ৩x৫০০ KVA (কিলো-ভল্ট অ্যাম্পায়ার) ক্ষমতাবিশিষ্ট তিনটি স্বয়ংক্রিয় ডিজেল জেনারেটারও স্থাপন করা হয়েছে। সামগ্রিকভাবে বিমানবন্দরে বিদ্যুৎ সমস্যার সম্পূর্ণ সমাধানের ব্যবস্থা করেছে ওই সংস্থা।