Real or Fake 2000 Rs: আপনার ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার আগে পরীক্ষা করে নিন, এই জিনিসগুলি রয়েছে তো?

Real or Fake 2000 Rs: আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সময় বেঁধে দিয়েছে আরবিআই। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে ২ হাজার টাকার নোট বদল করে আনতে পারবেন।

Real or Fake 2000 Rs: আপনার ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার আগে পরীক্ষা করে নিন, এই জিনিসগুলি রয়েছে তো?
আপনার কাছে থাকা নোটটি আসল তো? ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 12:45 PM

নয়া দিল্লি: দীর্ঘদিন ধরেই দেখা মিলছিল না গোলাপী নোটের। মানি ব্য়াগেই হোক বা এটিএমে, রাতারাতি যেন উবে গিয়েছিল ২ হাজার টাকার নোট। এবার চিরতরে বাজার থেকে বিদায় নিতে চলেছে ২ হাজার টাকার নোট। শুক্রবারই রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘ক্লিন নোট পলিসি’র অধীনে বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ২ হাজার টাকার নোট। নতুন করে আর নোট ছাপানো হবে না। বর্তমানে সাধারণ মানুষের কাছে যে ২ হাজার টাকার নোট রয়েছে, তাও প্রত্যাহার করে নেওয়া হবে। এর জন্য আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সময় বেঁধে দিয়েছে আরবিআই। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে ২ হাজার টাকার নোট বদল করে আনতে পারবেন। তবে ২ হাজার নোট নিয়ে শুরু থেকেই যে অভিযোগ উঠেছিল, তা হল জাল নোট। ব্যাঙ্কে নোট বদল করার আগে জেনে নিন আপনার কাছে ২ হাজার টাকার আসল নোট রয়েছে নাকি জাল?   

কীভাবে জাল নোট চিনবেন?

  • ২০০০ টাকার নোট আসল নাকি নকল, তা চেনার সবথেকে সহজ উপায় হল আলোর সামনে নোটটি তুলে ধরা। যদি আসল নোট হয়, তবে আপনি দেখবেন ২০০০ টাকা লেখা দেখা যাবে।
  • যদি আপনি ৪৫ ডিগ্রি মুড়ে ত্রিভুজ বানান, তাহলেও নোটে ২০০০ টাকা লেখা দেখতে পারবেন। দেবনগরী হরফে লেখা থাকে টাকার অঙ্ক।
  • আসল ২০০০ টাকার নোটের ঠিক মাঝামাঝি জায়গায় মহাত্মা গান্ধীর ছবি থাকবে।  একইসঙ্গে ছোট্ট হরফে INDIA  লেখা থাকবে।
  • ২০০০ টাকার নোটের ধারে যে চকচকে লাইন দেখা যায়, সেখানে ইন্ডিয়া, আরবিআই ও ২০০০ টাকা লেখা থাকবে। যদি আপনি নোটটিকে সামান্য ঘোরান, তাহলে তা সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়ে যাবে।
  • যেখানে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, সেখানে ইলেকট্রোটাইপে ২০০০-র ওয়াটারমার্ক দেখতে পাবেন।
  • আসল ২০০০ টাকার ডান দিকে অশোক স্তম্ভের ছবি দেখতে পাবেন। ঠিক তার নীচে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষরও থাকবে।
  • কোন সালে নোটটি ছাপা হয়েছে, তা আসল ২০০০ টাকার নোটে উল্লেখ থাকবে। সেই সঙ্গে স্বচ্ছ ভারত স্লোগানও লেখা থাকবে ২০০০ টাকার নোটে।
  • আসল নোটের এক কোণে মঙ্গলযানের ছবিও দেখা যায়।