Bank of India: বিশেষ স্কিমে সুদের হার বাড়াল BOI, সাধারণ নাগরিকরা পাবেন অতিরিক্ত মুনাফা
Bank of India: বিশের স্কিমে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১ এপ্রিল থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে।
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। বিশেষ টার্ম ডিপোজিট স্কিমে সুদের হার বাড়াল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। শুভ আরম্ভ ডিপোজিটের উপর এবার থেকে মিলবে বেশি হারে সুদ। ১ এপ্রিল থেকেই বর্ধিত হারে সুদ কার্যকর হয়েছে।
ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ কোটি টাকার নিচে এই ফিক্সড ডিপোজিট স্কিমে বর্তমানে ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই শুভ আরম্ভ ডিপোজিটের মেয়াদ হল ৫০১ দিন। আর এই ডিপোজিট স্কিমের ক্ষেত্রে অ্যাডিশনাল প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। সাধারণ নাগরিকদের জন্য ৭.১৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আর বিশেষ প্রোগ্রামের আওতায় সুপার সিনিয়র সিটিজ়েনরা ৭.৮ শতাংশ হারে সুদ পাচ্ছেন।
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, “ব্যাঙ্ক সুপার সিনিয়র সিটিজেনদের (৮০ বছর বা তার বেশি) ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত অতিরিক্ত ০.১৫ শতাংশ দিচ্ছে। এই সংশোধনের পরে ব্যাঙ্ক সুপার সিনিয়র সিটিজেন গ্রাহকদের সীমিত সময়ের বিশেষ স্কিমে ৭.৮০ শতাংশ সুদের হার অফার করছে।”