Digital Gold: সোনার গহনা নাকি ডিজিটাল গোল্ড, ভাল কোনটা? বিনিয়োগের সুবিধা-অসুবিধাগুলি জেনে নিন
Investment in Digital Gold: সোনার গহনা কেনার ক্ষেত্রে অন্য়তম সমস্যা হল খালি চোখে অনেক সময়ই বোঝা যায় না সোনা কতটা নিখাদ। বাড়িতে সোনা সুরক্ষিত রাখাও যথেষ্ট সমস্য়ার বিষয়। এক্ষেত্রে অনেক সুবিধার পরিষেবা হল ডিজিটাল গোল্ড।
নয়া দিল্লি: হলমার্ক ছাড়া আর বিক্রি করা যাবে না সোনার গহনা। কেন্দ্রের তরফে এমনই নিয়ম তৈরি করা হয়েছে। ১ এপ্রিল থেকে হলমার্ক বিহীন সোনার গহনা কেনা-বেচার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যে সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদের কাছে ২০২১ সালের জুলাই মাসের আগে তৈরি করা গহনা রয়েছে, তারা আগামী ৩০ জুন অবধি হলমার্ক বিহীন গহনা বিক্রি করতে পারবেন। একদিকে যেমন সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পার করেছে, তেমনই আবার সোনা কেনা-বেচার ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম আনা হচ্ছে। ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগের অন্যতম মাধ্য়ম হল সোনা। তবে যেভাবে নিয়ম বদলাচ্ছে, তাতে সোনার গহনার বদলে ডিজিটাল সোনাতেই বিনিয়োগ করা শ্রেয়। এই ডিজিটাল গোল্ড কী এবং কীভাবে এতে বিনিয়োগ করা সম্ভব, সে সম্পর্কে জেনে নিন।
ডিজিটাল গোল্ড কী-
সোনার গহনা কেনার ক্ষেত্রে অন্য়তম সমস্যা হল খালি চোখে অনেক সময়ই বোঝা যায় না সোনা কতটা নিখাদ। বাড়িতে সোনা সুরক্ষিত রাখাও যথেষ্ট সমস্য়ার বিষয়। এক্ষেত্রে অনেক সুবিধার পরিষেবা হল ডিজিটাল গোল্ড। অনলাইনেই কেনা যায় ডিজিটাল সোনা, এর জন্য কোনও দোকানে যাওয়ার প্রয়োজন নেই। মোবাইলের এক ক্লিকেই আপনি ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারবেন।
ডিজিটাল গোল্ডে বিনিয়োগের সুবিধা-
- আপনি চাইলেই আপনার বাড়ির দরজায় আসল সোনা ডেলিভার করা হবে।
- অল্প টাকা দিয়েই আপনি ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারেন।
- অনলাইন ঋণের ক্ষেত্রে বন্ধক বা কোল্যাটারাল হিসাবে ডিজিটাল গোল্ডকে গণ্য করা হবে।
- স্বচক্ষে যে সোনা দেখা যায়, তার মতোই আসল ডিজিটাল গোল্ড। এর বিশুদ্ধতা ৯৯৯.৯।
- ডিজিটাল গোল্ড সম্পূর্ণ সুরক্ষিত এবং ১০০ শতাংশ বিমা করা থাকে।
- আপনি চাইলেই ডিজিটাল গোল্ডের পরিবর্তে আসল সোনার গহনা বা কয়েনে রূপান্তরিত করা যেতে পারে।
ডিজিটাল গোল্ডে বিনিয়োগের সমস্যা কী কী?
- অধিকাংশ প্ল্য়াটফর্মেই ডিজিটাল গোল্ডে বিনিয়োগের ঊর্ধ্বসীমা ২ লক্ষ টাকা।
- আরবিআই বা সেবির কোনও সিলমোহর নেই ডিজিটাল গোল্ডে।
- সোনার দামের উপরে মেকিং চার্জ ও ডেলিভারি চার্জ বসানো হয়।