Comparing Interest Rates: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নাকি ব্যাঙ্ক FD? কোথায় মিলবে বেশি সুদ জেনে নিন

Comparing Interest Rates: RBI-র রেপো রেট বৃদ্ধির পর ব্যাঙ্কগুলিও FD-তে সুদের হার বাড়িয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে সম্প্রতি স্মল সেভিংস স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে কেন্দ্র।

Comparing Interest Rates: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নাকি ব্যাঙ্ক FD? কোথায় মিলবে বেশি সুদ জেনে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 8:30 AM

নয়া অর্থবর্ষের শুরুতেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র। পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমের পাশাপাশি সিনিয়র সিটিজেন স্মল সেভিংস স্কিমেও সুদের হার বাড়ানো হয়েছে। আর এদিকে গত বছরের শুরু থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করে চলেছে। তারপর ব্যাঙ্কগুলিও নিজেদের ফিক্সড ডিপোজিট স্কিমে বাড়িয়েছে সুদের হার।

এমনিতে প্রতি ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমে সুদের হার পুনর্বিবেচনা করা হয়। প্রয়োজনে তা বাড়ানো বা কমানো হয়। আর সম্প্রতি জুন ত্রৈমাসিকের জন্য এই স্কিমে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র। এবার প্রশ্ন হল এই সুদের হার বৃদ্ধির পর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নাকি ব্যাঙ্কের এফডি, কোনটিতে বেশি সুদ পাবেন প্রবীণ নাগরিকরা।

জুন ত্রৈমাসিকের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.২ শতাংশ। বর্তমানে যেকোনও স্মল সেভিংস স্কিমের মধ্যে সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে এই স্কিমই।

SBI সিনিয়র সিটিজেন FD-তে সুদের হার:

১ থেকে ২ বছরের কম সময়ের আমানতে ৭.৩ শতাংশ সুদ দিচ্ছে SBI। আর ২ থেকে ৩ বছরের কম সময়ের আমানতে সুদ দিচ্ছে ৭.৫ শতাংশ।

HDFC সিনিয়র সিটিজেন FD-তে সুদের হার:

১৮ মাস থেকে ৫ বছরের আমানতে HDFC সুদ দিচ্ছে ৭.৫০ শতাংশ হারে। আর ১৫ মাস থেকে ১৮ মাসের আমানতে সুদ মিলবে ৭.৬০ শতাংশ।

ICICI সিনিয়র সিটিজেন FD-তে সুদের হার:

২ থেকে ৫ বছরের আমানতে ৭.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। আর ১৫ মাস থেকে ১৮ মাসের আমানতে সুদ মিলবে ৭.৬০ শতাংশ।

অর্থাৎ, স্মল সেভিংস স্কিমেই বেশি সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা।