Gold Price Today: চৈত্রের সেলে অপরিবর্তিত সোনার দাম, জানুন সোনা-রুপোর দর

Gold Price Today: সোমবার অপরিবর্তিত সোনার দাম। পাশাপাশি দাম বাড়ল না রুপোরও।

Gold Price Today: চৈত্রের সেলে অপরিবর্তিত সোনার দাম, জানুন সোনা-রুপোর দর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 10:31 AM

কলকাতা: ক্রেতাদের মুখে চওড়া হাসি। পরপর বেশ কয়েকদিন স্থির রয়েছে সোনার দাম (Gold Price Today)। এই বছরের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। কিন্তু এপ্রিলের প্রথম থেকে সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫,০০০। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৬০,০০০ টাকা। সোনার পাশাপাশি আজ অপরিবর্তিত রুপোর দরও। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) রয়েছে ৭৪,৫০০ হাজার টাকা।

সোমবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০০,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৪,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সোনার দামে যেন চৈত্রের সেল। গ্রীষ্মের তাপমাত্রা বাড়লেও সোনার দাম বাড়ল না। গত কয়েকদিন ধরে সোনার দামে কোনও হেরফের লক্ষ্য করা যায়নি।

সোমবার বিশ্ব বাজারেও অপরিবর্তিত রয়েছে সোনার দর। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৬৯.৮৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৫৩৪.৫৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৬.০৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৭ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*