Indian Railways: উৎসবের মরশুমে ২৪২টি অতিরিক্ত ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে, কোন কোন রুটে জানুন?

Festival special train: নিয়মিত ট্রেনগুলি চলা ছাড়াও ২৪২টি বিশেষ ট্রেন চালানো হবে। এগুলি ফেস্টিভ স্পেশাল ট্রেন হিসাবেই চালানো হত। এর মধ্যে ৫৪টি ট্রেন বিভিন্ন রুটে ইতিমধ্য়েই চলছে।

Indian Railways: উৎসবের মরশুমে ২৪২টি অতিরিক্ত ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে, কোন কোন রুটে জানুন?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 7:35 AM

নয়া দিল্লি: বিগত বেশ কয়েক বছর ধরে যাত্রী সুবিধাকেই প্রাধান্য দিচ্ছে ভারতীয় রেলওয়ে। উৎসবের মরশুমে ট্রেনে যাত্রীর সংখ্য়া তুলনামূলকভাবে কয়েক গুণ বেড়ে যায়। অত্যাধিক যাত্রীর ভিড় সামাল দিতেই এবার সেন্ট্রাল রেলওয়ের তরফে বড় ঘোষণা করা হল। রেলওয়ের তরফে জানানো হল, দীপাবলি ও ছট পুজো উপলক্ষে অতিরিক্ত ২৪২টি বিশেষ ট্রেন চলবে। এই প্রথমবার ভারতীয় রেলের তরফে এত সংখ্যক বিশেষ ট্রেনের ঘোষণা করা হল।

সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, দীপাবলি উপলক্ষে ৮০টি বিশেষ ট্রেন চালানো হবে এই রুটে। বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন রুটের ট্রেনে ব্যাপক ভিড় হওয়া নিয়ে সতর্ক করা হয়েছিল। যাত্রীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত অফিসার ও কর্মী মোতায়েন করা হয়েছে। রেলওয়ে পুলিশ ফোর্স বা আরপিএফের সংখ্যাও বাড়ানো হয়েছে স্টেশনগুলিতে।

নিয়মিত ট্রেনগুলি চলা ছাড়াও ২৪২টি বিশেষ ট্রেন চালানো হবে। এগুলি ফেস্টিভ স্পেশাল ট্রেন হিসাবেই চালানো হত। এর মধ্যে ৫৪টি ট্রেন বিভিন্ন রুটে ইতিমধ্য়েই চলছে। বাকি ১৮৮টি ট্রেন যাত্রীদের চাহিদা অনুযায়ী চালানো হবে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফে। ৪টি অতিরিক্ত ট্রেন চলবে পুণে ও বিহারের রুটে।

ভিড় নিয়ন্ত্রণ করতে প্ল্য়াটফর্ম টিকিটের দামও ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করে দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে অযাচিত ভিড় নিয়ন্ত্রণের জন্যই রেলওয়ের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। তবে সমস্ত স্টেশনের জন্য নয়, পশ্চিম রেলওয়ের স্টেশনগুলিতেই এই অতিরিক্ত টাকা দিতে হবে। মুম্বই সেন্ট্রাল,দাদর, বোরিভালি, বান্দ্রা টার্মিনাস, ভাপি, ভালসাদ, উধনা ও সুরাটে দাম বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের। পশ্চিম রেলওয়ের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে স্টেশনগুলিতে ভিড় থাকে। স্টেশন চত্বরে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতেই পশ্চিম রেলওয়ের সেন্ট্রাল ডিভিশনে ৩১ অক্টোবর অবধি প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া ১০ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে।