Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cognizant Layoff: কমছে আয়, ৩৫০০ কর্মী ছাঁটাইয়ের পথে এবার হাঁটছে Cognizant-ও

Job Cut: সংস্থার সিইও জানিয়েছেন, অন্যান্য সংস্থার মতো কগনিজেন্টও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। কমপক্ষে ৩৫০০ কর্মী ছাঁটাই করা হবে। তবে আর্থিক সঙ্কট নয়, কর্মপদ্ধতি সহজ করতেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Cognizant Layoff: কমছে আয়, ৩৫০০ কর্মী ছাঁটাইয়ের পথে এবার হাঁটছে Cognizant-ও
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 7:00 AM

নয়া দিল্লি: একসময়ে চাকরির বাজারে সবথেকে বেশি চাহিদা ছিল তথ্য প্রযুক্তি ক্ষেত্রের (IT Sector)। বর্তমানে মন্দার ছায়া সেই তথ্য প্রযুক্তি ক্ষেত্রেই। দেশ তথা বিশ্বের তাবড় তাবড় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি কর্মী ছাঁটাই  (Layoff) শুরু করেছে। একের পর এক সংস্থা থেকে হাজার হাজার কর্মীরা চাকরি হারাচ্ছেন। এবার কগনিজেন্ট (Cognizant) সংস্থাতেও কর্মী ছাঁটাইয়ে কথা ঘোষণা করা হল। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৩ সালে কগনিজেন্ট সংস্থার বার্ষিক আয় হ্রাস (Yearly Revenue) পাবে। পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটা হবে। কমপক্ষে ৩৫০০ কর্মীকে ছাঁটাই করা হবে। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যে বড় বড় অফিসগুলি রয়েছে, তার মধ্যেও বেশ কিছু অফিস ছেড়ে দেওয়া হবে।

কগনিজেন্টের সিইও রবি কুমার জানান, চলতি বছরে কগনিজেন্ট সংস্থার বার্ষিক আয় ০.৮ শতাংশ থেকে মাইনাস ১.২ শতাংশে কমতে পারে। অর্থবর্ষের প্রথম অংশে আয় ১৯.২ থেকে ১৯.৬ বিলিয়ন ডলার হতে পারে।  দ্বিতীয়ার্ধে সংস্থার আয় ৪.৮৩ থেকে ৪.৮৮ বিলিয়ন ডলার হতে পারে।

সংস্থার সিইও জানিয়েছেন, অন্যান্য সংস্থার মতো কগনিজেন্টও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। কমপক্ষে ৩৫০০ কর্মী ছাঁটাই করা হবে। তবে আর্থিক সঙ্কট নয়, কর্মপদ্ধতি সহজ করতেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য়, এর আগে ২০২২ অর্থবর্ষের প্রথমার্ধ থেকে চতুর্থার্ধের মধ্যে মোট ৩৮০০ জন কর্মী ছাঁটাই করা হয়েছিল।

চলতি সপ্তাহেই আরেক তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএমও কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়। ওই সংস্থার তরফে জানানো হয়েছিল, আপাতত কর্মী নিয়োগ বন্ধ করে রাখা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একাধিক শূন্যপদ পূরণ করা হবে।