Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: ‘বাংলাদেশকে চিন যুদ্ধবিমান দিচ্ছে’, নির্মলার বাজেট নিয়ে অধীরের বড় কথা

Adhir Chowdhury: নির্মলা সীতারামনের বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তখন প্রতিরক্ষা খাতে বরাদ্দ নিয়ে তীব্র সমালোচনা করলেন অধীর চৌধুরী। ভারতের তিন সীমান্তে তিনটি দেশের কথা টেনে আনলেন তিনি। বাংলাদেশ, চিন ও পাকিস্তান।

Adhir Chowdhury: 'বাংলাদেশকে চিন যুদ্ধবিমান দিচ্ছে', নির্মলার বাজেট নিয়ে অধীরের বড় কথা
প্রতিরক্ষা খাতে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন অধীর চৌধুরী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 1:29 PM

নয়াদিল্লি: সামরিক শক্তিতে বিশ্বের প্রথম সারির দেশ ভারত। শনিবার বাজেট অধিবেশনে প্রতিরক্ষা খাতে বরাদ্দ গতবারের চেয়ে বাড়ানো হয়েছে। কিন্তু, বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দে খুশি নন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আরও বরাদ্দ করা উচিত বলে তিনি মনে করেন।

সামরিক ক্ষেত্রে ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। শনিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ৬ লক্ষ ৮১ হাজার ২১০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যা আগের বাজেট অধিবেশনে বরাদ্দের চেয়ে ৯.৮ শতাংশ বেশি। আগের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল ৬. ২ লক্ষ কোটি টাকা। অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ অর্থ ব্যয় করা হবে।

নির্মলা সীতারামনের বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তখন প্রতিরক্ষা খাতে বরাদ্দ নিয়ে তীব্র সমালোচনা করলেন অধীর চৌধুরী। ভারতের তিন সীমান্তে তিনটি দেশের কথা টেনে আনলেন তিনি। বাংলাদেশ, চিন ও পাকিস্তান।

অধীর বলেন, “বাংলাদেশ, পাকিস্তান, চিন- এই ত্রিমুখী বিপদের মুখে আমরা পড়েছি। এই ত্রিমুখী বিপদের মোকাবিলায় আমাদের যা করা উচিত, অর্থাৎ সামরিক খাতে অনেক অর্থ বরাদ্দ করা উচিত। কিন্তু, প্রয়োজন অনুযায়ী আমরা করছি কি?”

ভারতের বিমানবাহিনীর কথা টেনে তিনি বলেন, “ভারতের সুরক্ষার ক্ষেত্রে বড় হাতিয়ার বিমানবাহিনী। বাংলাদেশকে চিন যুদ্ধবিমান দিচ্ছে। পাকিস্তানকে চিন যুদ্ধবিমান দিচ্ছে। চিনের যুদ্ধবিমানের কথা আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তার প্রশ্নে তেমন কিছু দেখলাম না।”